কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

টুপি আতর জায়নামাজের সমাহার

টুপি আতর জায়নামাজের সমাহার

শবেবরাত ও রমজানের শুরু থেকেই উৎসবের আমেজ থাকে দেশের সব মার্কেটে। ব্যতিক্রম নয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ফুটপাতের দোকানগুলোও। আতর, টুপি ও জায়নামাজের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। স্বাভাবিক সময়ের তুলনায় এ সময় আতর, টুপি ও জায়নামাজ কয়েকগুণ বেশি বিক্রি হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় শবেবরাতে আতর, টুপি ও জায়নামাজের দোকানে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। মার্কেটের ভেতর ও বাইরের দোকানগুলোতে আতর, টুপি, জায়নামাজ ও নারীদের হিজাবের দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।

বায়তুল মোকাররম মার্কেটে নানা নামের ও দামের টুপি বিক্রি হয়। এর মধ্যে আছে ব্রুনাই টুপি, রুমি টুপি, ওমানি টুপি, সৌদি টুপি, পাগড়ি টুপি, আফগান টুপি, ইন্দোনেশিয়ান টুপি, পাকিস্তানি সিন্ধি টুপি, মিশরীয় টুপি। বাচ্চাদের জন্য রয়েছে জরির কাজ করা তুর্কি টুপি। ৫০ টাকা থেকে টুপির দাম শুরু। সাড়ে তিন হাজার টাকা দামের টুপিও রয়েছে। তবে অধিকাংশ ক্রেতা ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে টুপি খোঁজ করেন। এসব টুপি ভারত, পাকিস্তান ও তুরস্ক থেকে বেশি আসে। দেশি টুপিও আছে, দাম কিছুটা কম। বায়তুল মোকাররম মার্কেটের যে আতরের দোকানগুলো রয়েছে, সেগুলোতে মিলিলিটার হিসেবে আতর বিক্রি হয়। অধিকাংশ দোকানে তিন মিলির ছোট বোতলে ভরে আতর বিক্রি হচ্ছে। দেশি ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আনা আতর রয়েছে এখানে। এ ছাড়া উদ, আল হারমাইন, কস্তুরি, মুস্তাহ আল তাহারা, আল আরাবিয়া, গুপি, সুলতান, কিং হোয়াইট, জান্নাতুল নাঈম, আল-ফারেজ ও হাজরে আসওয়াদের মতো দামি আতর রয়েছে। ভালোমানের আতরের দাম প্রতি মিলিলিটার ৬০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

তবে আতরের দোকানগুলোয় বেশি বিক্রি হয় আলিফ, আল ফারহান, আল ইসরাত, আল রিসাব, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বকুল, সুরভি ও বেলি ফুলের আতর। এসব আতরের দাম ৭৫ থেকে ৩০০ টাকার মধ্যে। আতর সংরক্ষণের বোতল বা দানিও পাওয়া যায় বাজারে। কাচ, ধাতুসহ নানা পাথরের এসব দানির দাম পড়বে ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

জায়নামাজের বিক্রিও বেশ বেড়ে যায় এ সময়। অধিকাংশ জায়নামাজ তুরস্কের তৈরি। এ ছাড়া পাকিস্তান, ভারত, চীন বা সৌদি আরবের তৈরি কিছু জায়নামাজও পাওয়া যায়। জায়নামাজের বুনন, কোমলতা ও নকশার ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। বিদেশি জায়নামাজ ৩০০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত দামের আছে। বাংলাদেশে তৈরি পাতলা কাপড়ের জায়নামাজ আছে, দাম ১২০ থেকে ১৫০ টাকা। তবে বিদেশি ৪০০ থেকে ৬০০ টাকা দামের জায়নামাজ বেশি বিক্রি হচ্ছে।

বিভিন্ন ধরনের পাথরের তৈরি তসবিহ ছাড়াও চন্দন কাঠ, প্লাস্টিক ও জয়তুন কাঠ দিয়ে বানানো তসবিহও বিক্রি হয়। প্রকারভেদে দাম পড়বে ১০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

মার্কেটের ভেতরের দোকানগুলো ছাড়াও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, দক্ষিণের গেটসংলগ্ন ফুটপাতের দোকানগুলোতেও আতর-টুপির বিক্রিবাট্টা বেশ জমে উঠেছে। এসব দোকানে টুপির দাম ২০ টাকা থেকে শুরু। আতর মিলছে ১০০ টাকার কমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১০

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১১

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১২

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৩

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৪

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৫

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৬

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৭

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৮

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

১৯

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মামলা, অভিযুক্ত দম্পতিকে খুঁজছে পুলিশ

২০
X