শবেবরাত ও রমজানের শুরু থেকেই উৎসবের আমেজ থাকে দেশের সব মার্কেটে। ব্যতিক্রম নয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ফুটপাতের দোকানগুলোও। আতর, টুপি ও জায়নামাজের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। স্বাভাবিক সময়ের তুলনায় এ সময় আতর, টুপি ও জায়নামাজ কয়েকগুণ বেশি বিক্রি হয়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় শবেবরাতে আতর, টুপি ও জায়নামাজের দোকানে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। মার্কেটের ভেতর ও বাইরের দোকানগুলোতে আতর, টুপি, জায়নামাজ ও নারীদের হিজাবের দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো।
বায়তুল মোকাররম মার্কেটে নানা নামের ও দামের টুপি বিক্রি হয়। এর মধ্যে আছে ব্রুনাই টুপি, রুমি টুপি, ওমানি টুপি, সৌদি টুপি, পাগড়ি টুপি, আফগান টুপি, ইন্দোনেশিয়ান টুপি, পাকিস্তানি সিন্ধি টুপি, মিশরীয় টুপি। বাচ্চাদের জন্য রয়েছে জরির কাজ করা তুর্কি টুপি। ৫০ টাকা থেকে টুপির দাম শুরু। সাড়ে তিন হাজার টাকা দামের টুপিও রয়েছে। তবে অধিকাংশ ক্রেতা ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে টুপি খোঁজ করেন। এসব টুপি ভারত, পাকিস্তান ও তুরস্ক থেকে বেশি আসে। দেশি টুপিও আছে, দাম কিছুটা কম। বায়তুল মোকাররম মার্কেটের যে আতরের দোকানগুলো রয়েছে, সেগুলোতে মিলিলিটার হিসেবে আতর বিক্রি হয়। অধিকাংশ দোকানে তিন মিলির ছোট বোতলে ভরে আতর বিক্রি হচ্ছে। দেশি ছাড়াও ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে আনা আতর রয়েছে এখানে। এ ছাড়া উদ, আল হারমাইন, কস্তুরি, মুস্তাহ আল তাহারা, আল আরাবিয়া, গুপি, সুলতান, কিং হোয়াইট, জান্নাতুল নাঈম, আল-ফারেজ ও হাজরে আসওয়াদের মতো দামি আতর রয়েছে। ভালোমানের আতরের দাম প্রতি মিলিলিটার ৬০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
তবে আতরের দোকানগুলোয় বেশি বিক্রি হয় আলিফ, আল ফারহান, আল ইসরাত, আল রিসাব, জান্নাতুল ফেরদাউস, রজনীগন্ধা, বকুল, সুরভি ও বেলি ফুলের আতর। এসব আতরের দাম ৭৫ থেকে ৩০০ টাকার মধ্যে। আতর সংরক্ষণের বোতল বা দানিও পাওয়া যায় বাজারে। কাচ, ধাতুসহ নানা পাথরের এসব দানির দাম পড়বে ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
জায়নামাজের বিক্রিও বেশ বেড়ে যায় এ সময়। অধিকাংশ জায়নামাজ তুরস্কের তৈরি। এ ছাড়া পাকিস্তান, ভারত, চীন বা সৌদি আরবের তৈরি কিছু জায়নামাজও পাওয়া যায়। জায়নামাজের বুনন, কোমলতা ও নকশার ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। বিদেশি জায়নামাজ ৩০০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত দামের আছে। বাংলাদেশে তৈরি পাতলা কাপড়ের জায়নামাজ আছে, দাম ১২০ থেকে ১৫০ টাকা। তবে বিদেশি ৪০০ থেকে ৬০০ টাকা দামের জায়নামাজ বেশি বিক্রি হচ্ছে।
বিভিন্ন ধরনের পাথরের তৈরি তসবিহ ছাড়াও চন্দন কাঠ, প্লাস্টিক ও জয়তুন কাঠ দিয়ে বানানো তসবিহও বিক্রি হয়। প্রকারভেদে দাম পড়বে ১০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
মার্কেটের ভেতরের দোকানগুলো ছাড়াও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট, দক্ষিণের গেটসংলগ্ন ফুটপাতের দোকানগুলোতেও আতর-টুপির বিক্রিবাট্টা বেশ জমে উঠেছে। এসব দোকানে টুপির দাম ২০ টাকা থেকে শুরু। আতর মিলছে ১০০ টাকার কমে।