গত বছরের ১৮ জুলাই বিকেল ৫টার দিকে আন্দোলন চলাকালীন চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় পুলিশ আর ছাত্রলীগের ছোড়া গুলিতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সাইফুর রহমান। একে একে ৭টি বুলেট এসে আঘাত লাগে তার শরীরের বিভিন্ন স্থানে। আন্দোলনরত সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা চললেও গুলিবিদ্ধ শরীর নিয়েই পুলিশের ভয়ে পালিয়ে যান তিনি। কখনো বন্ধুর বাসায়, কখনো আত্মীয়-স্বজনের বাসায় পালিয়ে থেকে চিকিৎসা নেন।
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ভেলুয়ারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সাইফুর রহমান। চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজের ছাত্র তিনি। জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন। শরীরে সাতটি গুলি বিদ্ধ হলেও কেউ খোঁজ নেয়নি সাইফুরের। মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি। সাইফুর রহমানের বাবা আমির হোসেন বলেন, আমার পাঁচ ছেলের মধ্যে সাইফুর রহমান চতুর্থ। তাকে নিয়ে অনেক আশা ছিল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে আমার সন্তান। গরিব পরিবারের বলে তার স্বীকৃতিও দিল না সরকার।
মন্তব্য করুন