ইউসুফ আরেফিন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

সেদিন রাস্তায় নেমেছিল গণমুক্তির মহামিছিল

সেদিন রাস্তায় নেমেছিল গণমুক্তির মহামিছিল

৫ আগস্ট ২০২৪। ক্ষোভ আর প্রতিবাদ নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল সব শ্রেণি-পেশার লাখো-কোটি জনতা। তারা নেমেছিল সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের কবর দিয়ে ১৮ কোটি মানুষকে মুক্তির আনন্দ দিতে। মুক্তির মিছিল না করে সেদিন ঘরে না ফেরার প্রতিজ্ঞাও ছিল তাদের। অবশেষে কাঙ্ক্ষিত সেই গণমুক্তির মহামিছিল করতে পেরেছে মুক্তিপাগল জনতা। সারা দেশের সড়ক-মহাসড়ক আর অলিগলিতে ধর্ম-বর্ণ নির্বিশেষ সব শ্রেণি-পেশার মানুষকে এক করেছিল।

টানা সাড়ে ১৫ বছর জাতির কাঁধে চেপে বসেছিল এক জগদ্দল পাথর। আর তার মূল কারিগর স্বৈরাচারী শেখ হাসিনা, যিনি বিনা ভোটে অবৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন। দেশের বিরোধী রাজনীতিকে দমন-পীড়নের মাধ্যমে নিজের স্বৈরশাসন টেনে নিয়েছিলেন দেড় দশকেরও বেশি সময়। তাকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন করেও ব্যর্থ হয় রাজনৈতিক দলগুলো। অবশেষে চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে চব্বিশের জুলাইতে মাঠে নামে দেশপ্রেমিক ছাত্র-জনতা। যৌক্তিক দাবি আদায়ে ছাত্র-জনতার মিছিলে স্বৈরশাসক হাসিনা নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালায় তার পেটুয়া বাহিনী হিসেবে পরিচিত পুলিশসহ যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রথমে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ওপর গুলি চালায় পুলিশ। আবু সাঈদ শহীদ হলে মানুষের ক্ষোভের অনল ছড়িয়ে পড়ে পুরো দেশে। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও মিছিল-মিটিং করে সরকার পতনের দিকে হাঁটতে থাকে। দেশের প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি ও জামায়াতে ইসলামী ছাত্র-আন্দোলনে পুরোপুরি একাত্মতা জানায়। দল দুটির ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবির তাদের সর্বোচ্চ মেধা ও পরিকল্পনা নিয়ে রাজপথে নামে। বলতে গেলে ছাত্রদের আন্দোলনকে টেনে নিয়ে যায় ছাত্রদল ও শিবির। এ দুটি ছাত্র সংগঠনের পাশাপাশি আওয়ামী বিরোধী মতের অন্য ছাত্র সংগঠনগুলোও আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে; আন্দোলনের তীব্রতা বাড়ে; বাড়ে লাশের সংখ্যাও। তবুও থামেন না রক্তপিপাসু হাসিনা। তার এমন মনোভাব যেন রক্তের ওপর দিয়েই তাকে ক্ষমতায় থাকতে হবে। জনতাও তার এমন স্বৈরাচারী মনোভাবের জবাব দিতে থাকে দ্বিগুণ শক্তি নিয়ে। ছাত্ররা ডাক দেন অসহযোগ আন্দোলনের। অসহযোগ সফলতার পর ছাত্ররা ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি দেন। সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার ডাক দেন ছাত্ররা। সরকারের দমন-পীড়ন আরও বাড়তে থাকে। তবু মানুষকে ঘরে বন্দি করে রাখায় যায়নি। ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত রাজপথে লোকসমাগম খুব বেশি দেখা যায়নি। তবে ১২টার পর থেকে সারা দেশের মানুষ রাস্তায় নেমে যায়। রাজধানীর সব সড়ক-মহাসড়ক দিয়ে ছাত্র-জনতার মিছিল গণভবনের দিকে এগোতে থাকে। ছাত্র-জনতা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ঘিরে ফেলার জন্য এগিয়ে আসছে—এমন সংবাদ পেয়ে আর টিকতে পারলেন না ফ্যাসিস্ট হাসিনা। তিনি ও তার ছোট বোন শেখ রেহানা সেনাপ্রধানের বেঁধে দেওয়া মাত্র ৪৫ মিনিটে প্রস্তুতি নিয়ে পালিয়ে চলে যান প্রতিবেশী দেশ ভারতে। হাসিনার পালিয়ে যাওয়ার সংবাদ মুহূর্তেই বাংলাদেশসহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। মুক্তির আনন্দে ভাসতে থাকে পুরো জাতি। এমনকি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও আনন্দন মিছিল বের করেন।

সেই থেকে এখনো হাসিনাবিরোধী মিছিল-মিটিং চলছে। এসব মিছিল-মিটিং থেকে দেশ গঠনের পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগকে রাজনীতিতে আর সুযোগ না দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিচ্ছে দেশপ্রেমিক ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১০

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১১

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১২

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৩

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৪

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

১৫

বিএনপির প্রয়োজনীয়তা

১৬

ঢাকায় আবাসিক হোটেল থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

১৭

ক্যানসার হাসপাতালকে প্রতিশ্রুতির ১ কোটি টাকা দিচ্ছে জামায়াত

১৮

ম্যানেজিং কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, নতুন বিধান যুক্ত

১৯

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা : রিজভী

২০
X