মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

১০৯১ অভিযানে সোয়া কোটি টাকা জরিমানা

১০৯১ অভিযানে সোয়া কোটি টাকা জরিমানা

বাজারদর ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণের জীবনযাত্রা সুস্থ ও স্বাভাবিক রাখতে বিশেষ টাস্কফোর্সও গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত বছর অক্টোবর থেকে চলতি বছর জুলাই পর্যন্ত জেলা প্রশাসন মোট ১ হাজার ৯১টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরের ছয়টি ও উপজেলায় ১৫টি সেলস সেন্টার কৃষকের হাট চালু করে। এ উদ্যোগ জনজীবনে যেমন স্বস্তি এনেছে, তেমনি জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে, যা চট্টগ্রাম জেলাকে অন্যান্য জেলার জন্য অনুকরণীয় করে তুলেছে বলে মনে করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, দফায় দফায় খাতুনগঞ্জের পাইকারি বাজার ও অন্যান্য বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন ও সতর্ক করা হয়। এর মাধ্যমে জেলা প্রশাসনের টাস্কফোর্স ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙেছে এবং অনিয়ম দূর করেছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের গুদামে অভিযান চালানোর কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। ফলে গত ১০ বছরের তুলনায় এ বছর চট্টগ্রামে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা: গত বছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়ে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী বাংলাদেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে সরকারি বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ থাকায় জনজীবনে নেমে আসে দুর্ভোগ। এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনের দীর্ঘ যানজট বিবেচনায় জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন স্কাউটদের সমন্বয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে শতাধিক ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে বিভিন্ন উপকরণ ও যাতায়াত সুবিধাসহ চট্টগ্রাম জেলা প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনসালট্যান্ট পদে চাকরি দেবে এসএমসি, নেই বয়সসীমা

বিশ্বকাপ বয়কট করলেই নিষিদ্ধ হবে পাকিস্তান, আইসিসির হুমকি

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না : তারেক রহমান

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক

প্যারোল কী? বন্দিরা কখন ও কীভাবে প্যারোল পান

গণঅধিকার পরিষদের ১৬ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সাহরি-ইফতারের সময়সূচি নিয়ে বিভ্রান্তি, ইসলামিক ফাউন্ডেশনের ব্যাখ্যা

গণপিটুনিতে রুপলাল-প্রদীপ হত্যাকাণ্ড, প্রধান আসামি গ্রেপ্তার

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

১০

‘সবাই এখন নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ আমাদের খোঁজ নিচ্ছে না’

১১

প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ছে যত

১২

প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি চাই : হাবিব

১৩

সালাম দিয়ে তারেক রহমান জানতে চাইলেন, ‘অনরা ক্যান আছেন?’

১৪

এবার পর্দায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে জেনিফার লোপেজ

১৫

বয়সের সঙ্গে বদলায় শরীরের পুষ্টির চাহিদা

১৬

কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

১৭

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় এক সপ্তাহের বিরতি

১৮

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

১৯

আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল থেরাপি

২০
X