মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

১০৯১ অভিযানে সোয়া কোটি টাকা জরিমানা

১০৯১ অভিযানে সোয়া কোটি টাকা জরিমানা

বাজারদর ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসাধারণের জীবনযাত্রা সুস্থ ও স্বাভাবিক রাখতে বিশেষ টাস্কফোর্সও গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত বছর অক্টোবর থেকে চলতি বছর জুলাই পর্যন্ত জেলা প্রশাসন মোট ১ হাজার ৯১টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জেলা প্রশাসকের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরের ছয়টি ও উপজেলায় ১৫টি সেলস সেন্টার কৃষকের হাট চালু করে। এ উদ্যোগ জনজীবনে যেমন স্বস্তি এনেছে, তেমনি জাতীয় পর্যায়েও প্রশংসিত হয়েছে, যা চট্টগ্রাম জেলাকে অন্যান্য জেলার জন্য অনুকরণীয় করে তুলেছে বলে মনে করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, দফায় দফায় খাতুনগঞ্জের পাইকারি বাজার ও অন্যান্য বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন ও সতর্ক করা হয়। এর মাধ্যমে জেলা প্রশাসনের টাস্কফোর্স ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙেছে এবং অনিয়ম দূর করেছে। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের গুদামে অভিযান চালানোর কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। ফলে গত ১০ বছরের তুলনায় এ বছর চট্টগ্রামে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা: গত বছর ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়ে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-পরবর্তী বাংলাদেশে উদ্ভূত বিশেষ পরিস্থিতিতে সরকারি বিভিন্ন জরুরি পরিষেবা বন্ধ থাকায় জনজীবনে নেমে আসে দুর্ভোগ। এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহনের দীর্ঘ যানজট বিবেচনায় জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন স্কাউটদের সমন্বয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে শতাধিক ছাত্রছাত্রী স্বেচ্ছাসেবক হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে বিভিন্ন উপকরণ ও যাতায়াত সুবিধাসহ চট্টগ্রাম জেলা প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১০

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১১

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১২

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৩

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৪

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৫

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৬

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৭

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৮

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৯

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

২০
X