নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা গাড়ি থেকে নেমেই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটুকে (ট্রাক প্রতীক) জড়িয়ে ধরলেন। গত শুক্রবার রাতে নির্বাচনী গণসংযোগের সময় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একে অন্যকে হাস্যোজ্জ্বল মুখে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। উপস্থিত দুই প্রার্থীর সমর্থকরা মাশরাফীর পক্ষে নৌকা নৌকা বলে স্লোগান দিতে থাকে। অন্যদিকে লিটুর পক্ষে ট্রাক ট্রাক বলে স্লোগান দিতে থাকে। দুই প্রার্থীকে একসঙ্গে দেখে কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। পরে মাশরাফী গণসংযোগের জন্য ওই এলাকা ত্যাগ করেন।
প্রসঙ্গত, নড়াইল-২ আসনে আট প্রার্থীর মধ্যে আলোচিত দুই প্রার্থী নৌকা প্রতীকের মাশরাফী বিন মোর্ত্তজা ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।