বাংলাদেশের নন্দিত মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি। নিয়মিত নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। এ ছাড়া বিজ্ঞাপনে অভিনয় নিয়েও ব্যস্ত সময় যাচ্ছে তার। সম্প্রতি দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি।
এরই মধ্যে সুইটি নতুন একটি খণ্ড নাটকেও অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ও ফারিয়া হোসেন রচিত ‘বারান্দায় বিকেল’ শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। বেশ কিছুদিন বিরতির পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় কোনো নাটকে অভিনয় করেছেন তানভীন সুইটি। নতুন নাটক প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় এর আগেও নাটকে অভিনয় করা হয়েছে আমার। ফারিয়া আপার গল্প সবসময়ই আমার কাছে ভীষণ ভালোলাগার।
তিনি সবসময়ই যত্ন নিয়ে জীবন থেকে নাটকের গল্প রচনা করেন। তার রচিত বহু গল্প নিয়ে নাটক নির্মিত হয়েছে, যা দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এ নাটকটির গল্পও এক কথায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো।’
সুইটি জানান, কিছুদিন আগে তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।