তরুণ প্রজন্মের অভিনেত্রী সামান্তা। অল্প সময়েই বেশ পরিচিতি পেয়েছেন। নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নির্মাতাদের নজরে এসেছেন তিনি। এখন পর্যন্ত সামান্তা অভিনীত ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’, ‘গজ ফিতা’, ‘টেনশন মতিন’, ‘দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’ নাটকগুলো উল্লেখ্য করার মতো। এ ছাড়া আরও কিছু নাটক প্রকাশের অপেক্ষায় রয়েছে। সামান্তার পছন্দের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভবিষ্যতে তার মতো একজন দক্ষ অভিনেত্রী হতে চান তিনি।
সামান্তা বলেন, ‘আমার অভিনয় যারা পছন্দ করছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতা না পেলে এভাবে এগোতে পারতাম না আমি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুলত্রুটি ধরিয়ে দিয়েছেন। আরও কীভাবে ভালোভাবে নিজের অভিনয়কে উপস্থাপন করা যায়, সেই পরামর্শও দিয়েছেন।’
সামান্তা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে একজন অভিনেত্রী হিসেবেই নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। পরিচালক তপু খানের সঙ্গে যোগাযোগ করলে তিনিই প্রথম কাজের সুযোগ দেন সামান্তাকে। পরিচালকের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। তবে নিজের অভিনয়ের মাধ্যমে ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’র মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এটি পরিচালনা করেছিলেন সজীব খান।