হলিউড অভিনেতা ব্র্যাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুজনের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই। অনেক আগেই তারা আলাদা হয়ে গেছেন। এবার আবারও তাদের এক ছাদের নিচে দেখা যাবে। ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালে একই হোটেলে থাকবেন হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। দীর্ঘদিন পর একই হোটেলে থাকতে দেখা যাবে তাদের। দুজনই সেখানে যাবেন সিনেমার প্রচারণার উদ্দেশ্যে। জোলি যাচ্ছেন নিজের সিনেমা ‘মারিয়া’ প্রচারের জন্য। অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনি নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। অন্যদিকে ব্র্যাড পিট যাচ্ছেন নিজের সিনেমা ‘উলফস’ প্রচার করতে। তারা থাকবেন সিপ্রিয়ানির একই হোটেলে। একই সময়ে ভেনিসে থাকলেও ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা যাবে না এ দুজনকে। এ তারকা জুটির মধ্যে চলমান আইনি লড়াইয়ের জন্যই ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে।