দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ওয়ারফেজ ও আর্টসেল। চলতি বছর দুই দলের জন্যই বেশ স্পেশাল। ওয়ারফেজ এ বছরের জুনে প্রতিষ্ঠার চার দশকে পা দিয়েছে। ১৯৮৪ সালের ৬ জুন দলটি যাত্রা শুরু করে। ব্যান্ড ইন্ডাস্ট্রিতে নিজেদের এই দীর্ঘ যাত্রা সহজ ছিল না দলটির জন্য। অন্যদিকে আর্টসেল ব্যান্ড ইন্ডাস্ট্রিতে নিজেদের ২৫ বছর পার করেছে। পূর্বের ঘোষণা অনুযায়ী দুই দলের এই উদযাপন হবে আমেরিকায়।
দুই ব্যান্ডের কনসার্টটি আয়োজন করছে ফুলসার্কেল ক্রিয়েটিভ নামে একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে এই ট্যুরের বিষয়ে নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রে ওয়ারফেজের কনসার্ট শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। তারা সেখানে চারটি কনসার্ট করবে। প্রথম কনসার্ট হবে ২১ সেপ্টেম্বর মিনেসোটা থেকে। এরপর দ্বিতীয় কনসার্ট ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেস, তৃতীয় কনসার্ট ৫ অক্টোবর ডালাস ও সবশেষ ১১ অক্টোবর হিউস্টনে কনসার্ট করবে দলটি। ওয়ারফেজের পক্ষ থেকে এক বিবৃতিতে তাদের যুক্তরাষ্ট্রের সফর নিয়ে জানানো হয়, ‘অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ওয়ারফেজ। আমাদের ৪০তম বার্ষিকী উদযাপন করতে। আমরা সেপ্টেম্বর থেকে একটি বিশ্ব ভ্রমণ শুরু করছি। আমরা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চারটি শহরের কনসার্ট করার বিষয়ে নিশ্চিত হয়েছি। আরও বেশ কিছু কনসার্টের কথা হচ্ছে। আশা করছি এবারের ট্যুরটি স্মরণীয় হয়ে থাকবে। এ ছাড়া কেউ যদি যুক্তরাষ্ট্রে আমাদের নিয়ে কনসার্ট করতে চান, তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।’
এদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আর্টসেলের তিনটি কনসার্ট কনফার্ম হয়েছে। লস অ্যাঞ্জেলেস ২৭ সেপ্টেম্বর তাদের প্রথম কনসার্ট। এরপর ৫ অক্টোবর ডালাস ও হিউস্টনে ১১ অক্টোবর কনসার্ট করবে দলটি।
আর্টসেলের পক্ষ থেকে কনসার্টের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, আর্টসেলের ২৫ বছর উদযাপনের সফর মার্কিন যুক্তরাষ্ট্রে। গত মে মাসে কানাডা জুড়ে একটি সফল সফরের পর আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আর্টসেল এ বছরের সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের স্টেজে আর্টসেল নিজেদের সেরাটি উজাড় করে দিতে আসছে। এ ছাড়া আর্টসেলের ২৫ বছরের এই অবিশ্বাস্য জার্নি আমাদের সঙ্গে ভাগ করে নিতে সবাই প্রস্তুত হয়ে যান।
ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দুই দলের দীর্ঘ এই যাত্রায় ভক্তদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে তারা। তার মধ্যে ওয়ারফেজের উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে—‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মতো জনপ্রিয় গান। প্রকাশ করেছে আটটি অ্যালবাম। এদিকে ১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেলের। ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’র মতো শ্রোতাপ্রিয় গান দলটি উপহার দিয়েছে। গত বছর প্রকাশিত হয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।