আসছে ৮ অক্টোবর পূজা উৎসবে মুক্তি পাবে দেবের ‘টেক্কা’ সিনেমাটি। যেখানে একাধিক তারকা শিল্পীর উপস্থিতি দেখা যাবে। সিনেমায় স্বস্তিকা মুখার্জিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। আর রুক্মিণী মৈত্র থাকছেন পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যান্য চরিত্রে অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে রয়েছেন। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড। একসময়কার বাণিজ্যিক সিনেমার তারকা দেব কাহিনিনির্ভর সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন। ভালো সিনেমা নির্মাণে নিজেই গড়ে তুলেছেন প্রযোজনা সংস্থা। সেখান থেকেই বিশ্বমানের সিনেমা প্রযোজনা করছেন দেব। নিন্দুকরাও এখন নায়কের এই চেষ্টার প্রশংসা করে থাকেন। ‘টেক্কা’র প্রচারণায় প্রতিটি চরিত্র আলাদা করে সোশ্যাল মিডিয়ায় পরিচয় করানো হচ্ছে।