মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

তারকাদের পূজা, পূজায় তারকারা

তারকাদের পূজা, পূজায় তারকারা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব ঘিরে চলে তাদের নানা আয়োজন। অন্যদের মতো তারকা শিল্পীরাও মেতে ওঠেন নিজেদের মতো করে। দেশ-বিদেশের তারকাদের দুর্গাপূজা কার কীভাবে কাটছে, তা নিয়েই আজকের আয়োজন। লিখেছেন মহিউদ্দীন মাহি—

পরিবারের সঙ্গেই কাটবে এবারের উৎসব

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারের পূজায় পরিবারের সঙ্গেই সময় কাটছে তার। বিষয়টি নিশ্চিত করে মিম বলেন, ‘প্রতি বছর দুর্গাপূজা নিয়ে বেশকিছু প্ল্যান থাকে। এবার তেমনটি নেই। এর কারণ হচ্ছে আমার মায়ের শরীর ভালো নয়। তাই তার সঙ্গেই পুরোটা সময় কাটাব। এ ছাড়া পূজার জন্য কিছু স্পেশাল ফটোসেশন ছিল, সেগুলোর কাজ এরই মধ্যে সম্পন্ন করেছি। এ ছাড়া চার দিনের টানা ছুটি হওয়ায় পূজার মধ্যে আর কাজ রাখিনি। এ সময়টি পুরোটাই পরিবারের জন্য রেখেছি। এর মধ্যেই বিভিন্ন মণ্ডপে যাওয়ার পরিকল্পনা আছে। মাঝে এক দিন পরিবারের জন্য বাসায় রান্না করব। যেহেতু মা অসুস্থ, তাই পরিবারের প্রতি তার যে দায়িত্ব, সেটি এবার আমি পালন করব। আর দেশ, দেশের বাইরে আমার যারা দর্শক আছেন সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। যে যার স্থান থেকে নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করে নেবেন। উৎসব পালনে আমরা এমন কিছু করব না, যা সবার ক্ষতির কারণ হয়ে কারণ হয়ে দাঁড়ায়।’

আমার পূজায় কোনো প্ল্যান থাকে না

কলকাতার অভিনেত্রী পাওলি দাম। পূজা নিয়ে কখনোই তার তেমন কোনো পরিকল্পনা থাকে না। এবারও নেই। তবে এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে এই নায়িকার ওটিটিতে নতুন ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। পাওলি বলেন, ‘কোনো বছরই আমার পূজায় কোনো প্ল্যান থাকে না। কারণ পরিকল্পনা অনুযায়ী কিছু চলে না। তাই আগে থেকে কিছু প্ল্যান করি না। এ বছরেও তাই। এর জন্য দুর্গা মায়ের কাছে আমার আলাদা করে কিছু চাওয়ার নেই। সামগ্রিকভাবে চাই সবার ভালো হোক, সবাই ভালো থাকুক। যেটা আমি বছরের ৩৬৫ দিনই চাই। আলাদা করে পূজার সময় বলে নয়। তবে ভালো লাগছে আমার নতুন একটা কাজ পূজাকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে। উৎসব কেন্দ্র করে নতুন কাজ মুক্তি পেলে ভালো লাগে। আমার নতুন ওয়েব সিরিজটির নাম ‘কাবেরী’। হইচই-এ ৮ অক্টোবর থেকে স্ট্রিমিং হচ্ছে। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। পূজায় কোনো প্ল্যান না থাকলেও আমি যেই সোসাইটিতে থাকি তাদের একটি আয়োজন থাকে। সেখানে উপস্থিত থাকব। আর দুর্গাপূজায় আমাদের ইন্ডাস্ট্রিতে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো দেখার ইচ্ছা আছে।’

পূজা কাটবে থিয়েটারে থিয়েটারে

দুর্গাপূজা উপলক্ষে ৮ অক্টোবর কলকাতায় মুক্তি পেয়েছে ‘টেক্কা’। সিনেমায় স্বস্তিকা মুখার্জি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমা নিয়ে কলকাতার বিভিন্ন থিয়েটারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাই এবারের দুর্গাপূজা তার কাটবে থিয়েটারে থিয়েটারে। এমনটি জানিয়ে স্বস্তিকা বলেন, “‘টেক্কা’ মুক্তির আগে থেকেই আমার সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে, যা মুক্তির পর আরও বেড়ে গেছে। তাই এবারের পূজা কাটবে থিয়েটারে থিয়েটারে। এরই মধ্যে বিষয়টি আমি উপভোগ করছি। কারণ সিনেমার শো শেষে আমরা দর্শকদের সঙ্গে কথা বলছি, তাদের কাছ থেকে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া পাচ্ছি। এর চেয়ে আনন্দের উৎসব আর কী হতে পারে। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আর সবশেষ দর্শকদের বলব, যারা এখনো ‘টেক্কা’ দেখেননি তারা অবশ্যই সিনেমাটি দেখবেন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ : নুর 

নরসিংদীতে গুলির পর কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ 

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ জানাল পিএসসি

১০

অঝোরে কাঁদলেন কিম

১১

ইসরায়েলের মৃত্যু সন্নিকটে : ইরানি জেনারেল

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে কী আলোচনা হলো, জানালেন সিইসি

১৩

মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু, কারাগারের প্রাচীরে ছড়িয়েছে উচ্ছ্বাস

১৪

টাকার প্রশ্নে ইলন মাস্ককেও ছাড়লেন না ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

১৬

প্লট দুর্নীতি  / শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

শহীদ আবু সাঈদের সেই ফেসবুক পোস্ট আবার ভাইরাল

১৮

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

১৯

হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

২০
X