সপ্তাহের শুরুতেই বিশ্বের জনপ্রিয় চার ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘দ্য ডে অব দ্য জ্যাকল’, ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’, ‘সাইলো সিজন ২’ ও ‘পৈঠানি’ শিরোনামের চারটি ওয়েব সিরিজ। এরই মধ্যে এগুলোর ট্রেলার দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। কালবেলার আজকের আয়োজনে থাকছে নতুন মুক্তিপ্রাপ্ত এসব ওটিটি কনটেন্ট।
দ্য ডে অব দ্য জ্যাকল
যারা ক্রাইম থ্রিলার সিরিজ পছন্দ করেন, এ সিরিজটি তাদের জন্য। ছবিটি আজ ১৫ নভেম্বর জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিরিজটি ফ্রেডরিক ফোরসিথের উপন্যাসের অবলম্বনে নির্মিত হয়েছে। এর গল্প শুরু হয় একজন পেশাদার খুনিকে ঘিরে। যে তার জীবিকা উপার্জন করে বড় বড় খুন করার মাধ্যমে। সিনেমার একপর্যায়ে খুনি নিজেকে আবিষ্কার করে ক্যাটস অ্যান্ড মাউস গেমের মধ্যে। এভাবে সিরিজটির কাহিনি এগিয়ে যায়। এতে অভিনয় করেছেন এডি রেডমাইন, লাশানা লিঞ্চ, উরসুলা করবেরো এবং রিচার্ড ডর্মারসহ অনেকে। সিরিজটি পরিচালনা করেছেন চারজন পরিচালক।
ফ্রিডম অ্যাট মিডনাইট
এ সিরিজটি নির্মিত হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ের ওপর ভিত্তি করে। এটিতে দেখানো হয় ভারত-পাকিস্তান বিভাজন থেকে শুরু করে সে সময়ের ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক গতিপথের চিত্র।
নিখিল আদবানি পরিচালিত এ সিরিজে অভিনয় করেন চিরাগ ভোহরা, লুক ম্যাকগিবনি, রাজেন্দ্র চাওলা, আরিফ জাকারিয়া, সিদ্ধান্ত গুপ্ত এবং ইরা দুবেসহ অনেকে। সিরিজটি সনি লাইভে ১৫ নভেম্বর (আজ) মুক্তি পাবে।
সাইলো সিজন ২
‘সাইলো সিজন ২’ সিরিজে সুইডিশ অভিনেত্রী রেবেকা ফার্গুসন জুলিয়েট নামক এক ইঞ্জিনিয়ার চরিত্রে অভিনয় করছেন। এ সায়েন্স ফিকশন ডিসটোপিয়ান ড্রামার গল্পটি একটি চমকপ্রদ মোড় নেয়, যখন জুলিয়েট তার বেশ কয়েকজন প্রতিবেশীর রহস্যজনক মৃত্যুর পর সাইলোর আড়াল করা সত্যগুলো উন্মোচন করতে শুরু করে।
মাইকেল ডিনার এবং বার্ট এ সিরিজটি পরিচালনা করেছেন। সিরিজটি অ্যাপল টিভি প্লাসে আজ ১৫ নভেম্বর মুক্তি পাবে।
পৈঠানি
জি ফাইভে গজেন্দ্র আহিরে পরিচালিত ‘পৈঠানি’ সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আজ ১৫ নভেম্বর। এটি একটি হৃদয়ছোঁয়ার মতো গল্পের সিরিজ, যা মা ও মেয়ের সম্পর্কের শক্তিশালী বন্ধন নিয়ে নির্মিত হয়েছে। এখানে দেখা যাবে গল্পের কাবেরি যখন তার মা গোদাবেরীর জন্য পৈঠানি শাড়ি খুঁজতে বের হন, তখনই সিরিজটি একটি নতুন মোড় নেয়। এ সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৃণাল কুলকার্নি ও ঈশা সিংহ।