রাজু আহমেদ
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

শর্তে জর্জরিত নাঈম তানিয়ার বিয়ে

এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

প্রেমের পথচলা যেন নদীর স্রোতের মতো—কখনো প্রবাহিত, কখনো স্থির। আবার কিছু সম্পর্ক এমনো হয়, যা দীর্ঘদিন পর নতুন মোড়ে এসে থামে। এমনই এক গল্প নিয়ে নির্মাতা রাকেশ বসুর নাটক ‘শর্ত দিয়ে বিয়ে’। গল্পে কলেজ জীবনের দুই বন্ধুর প্রেম, বিচ্ছেদ এবং পুনর্মিলনের নাটকীয় বাঁক চিত্রায়িত হয়েছে। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম ও তানিয়া বৃষ্টি। গল্পের শুরুতে দেখা যাবে, সাফায়েত ও জিমি কলেজে পড়ার সময় কাছাকাছি আসে।

বন্ধুত্ব থেকে তৈরি হয় ভালোবাসা। তবে সাফায়েতের উচ্চাশা ছিল আরও

বড় কিছু অর্জনের। নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে সে বিদেশে পাড়ি জমায়, ফেলে যায় তাদের ভালোবাসার অসমাপ্ত অধ্যায়। এর বেশ কিছু বছর পর দেশে ফিরে সাফায়েত দেখে, তার পরিবার বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছে। ভাগ্যের চমক, পাত্রী হিসেবে সামনে আসে সেই পুরোনো প্রেম জিমি! কিন্তু এবার সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য জিমি সাফায়েতের কাছে পাঁচটি শর্ত রাখে। সেই শর্তগুলোই তাদের গল্পে নতুন উত্তেজনা যোগ করে। পরিচালক রাকেশ বসু বলেন, ‘গল্পটি একটি পারিবারিক কমেডি ড্রামা। গোলাম সারোয়ার অনিকের স্ক্রিপ্টে এ নাটকে সম্পর্ক, ক্যারিয়ার এবং জীবনের টানাপোড়েন চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রতিটি শর্ত কেবল প্রেমের গল্পকে এগিয়ে নেয় না, এটি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকেও চ্যালেঞ্জ জানায়। উত্তরার দিয়াবাড়ী ও শুটিং হাউসে নাটকটির চিত্রায়ণ চলছে।’ সাফায়েত চরিত্রে অভিনয় করা এফ এস নাঈম বলেন, ‘এটি একটি গতিশীল গল্প, যেখানে রোমান্স এবং হাস্যরসের দারুণ সংমিশ্রণ রয়েছে। আমার চরিত্রটি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের, যে প্রেম এবং নিজের লক্ষ্যের মধ্যে ভারসাম্য খুঁজে পেতে লড়াই করে। শর্তগুলো শুধুই সম্পর্কের পরীক্ষা নয়, এটি তার জীবনের নতুন অধ্যায়ের শুরু।’ জিমি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, ‘জিমি এমন একজন, যে জীবনের কঠিন পরিস্থিতিতে নিজের জন্য সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। স্কুলের পর পরিবার থেকে তার ওপর বিয়ের চাপ আসে। এ সময়ই ফিরে আসে পুরোনো প্রেমিক। তবে এবার সম্পর্ক এগিয়ে নিতে জিমি নিজের শর্তগুলোকেই প্রধান করে তোলে। দর্শকরা নাটকটি দেখলে গল্পের গভীরতা বুঝতে পারবেন।’ নাটকে শর্তগুলো কেবলই সম্পর্কের বাঁধন নয়, এটি জীবনের নতুন পথে যাত্রার প্রতীক। নির্মাতা জানিয়েছেন, নাটকটির প্রতিটি ধাপে নতুন মোড় রয়েছে, যা দর্শকদের মুগ্ধ করবে। তবে শেষ পর্যন্ত সাফায়েত-জিমির মিলন হবে নাকি তাদের পথ আবারও আলাদা হয়ে যাবে, তা জানার জন্য দর্শকদের নাটকটি দেখতে হবে। শিগগিরই নাটকটি প্রচারে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হামলা

ইরানে বিক্ষোভ দমনে ছোড়া হচ্ছে তাজা গুলি, হাজারেরও বেশি নিহতের শঙ্কা

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

১০

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

১১

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

১২

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১৪

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১৫

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৬

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৭

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৮

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৯

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

২০
X