রাজু আহমেদ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

‘জেসমিন’ হয়ে বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত

২০১৩ সালে ক্যারিয়ার শুরুর পর ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে সেই অভিজ্ঞতার পর নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত মনে করেননি। দীর্ঘ বিরতি ও প্রস্তুতির পর অবশেষে রায়হান খানের হাত ধরে ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। এবার তাকে দেখা যাবে বাংলাদেশের এক রোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়।

‘দ্য ৯০’স’-এর ব্যানারে নির্মিত এ সিনেমাটির ট্যাগলাইন—‘সত্যের আড়ালে লুকানো সত্য’। এতে ‘জেসমিন’ নামের এক সংগ্রামী ও ভিকটিম নারীর চরিত্রে নিজেকে ভাঙছেন তানিয়া বৃষ্টি।

তারকাবহুল কাস্টিং ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তানিয়া বৃষ্টি ছাড়াও একঝাঁক তারকাকে দেখা যাবে। সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেশবরেণ্য অভিনেতা তারিক আনাম খান। এ ছাড়া থাকছেন চিত্রনায়ক আদর আজাদ, অভিনেত্রী মৌসুমী হামিদ ও সায়রা আকতার জাহান। সিনেমাটিতে একটি বিশেষ চমক হিসেবে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আদালতের ফাইলের ভাঁজে হারিয়ে যাওয়া এক সত্য ঘটনাকে পর্দায় জীবন্ত করে তুলতে পরিচালক রায়হান খান এ শক্তিশালী টিমকে একত্রিত করেছেন।

২০১১ সালের জেসমিন হত্যা ও প্রস্তুতি সিনেমাটির গল্প গড়ে উঠেছে ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। নদীর ধারের এক বস্তির তরুণী জেসমিন, যাকে তার স্বামী কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। সেই জেসমিন চরিত্রেই দেখা যাবে তানিয়া বৃষ্টিকে।

চরিত্রটি ফুটিয়ে তুলতে অভিনেত্রী নিজেকে উজাড় করে দিয়েছেন। তানিয়া বলেন, “জেসমিন চরিত্রটা এত সুন্দর যে, পুরো গল্পটা এ মেয়েটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। চরিত্রটির ‘র’ কষ্টটা বোঝার জন্য আমি বিভিন্ন হাসপাতালে গিয়েছি। রোগীদের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বলেছি, তাদের কষ্ট দেখেছি। আমার চুল কালো করা থেকে শুরু করে হাঁটাচলা—সবকিছুতে পরিবর্তন এনেছি।”

প্রস্তুতির বিষয়ে তিনি আরও জানান, এক মাস ধরে গুণী অভিনেতা তারিক আনাম খানের কাছে রিহার্সাল করেছেন। তানিয়া বলেন, ‘স্যারের রিহার্সালে না গেলে বুঝতাম না এ চরিত্রটি আসলে কীভাবে চিন্তা করবে। আমি আমার জায়গা থেকে ১০০ ভাগ এফোর্ট দিয়েছি।’ বড় পর্দায় ফেরা ও প্রত্যাশা দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “‘ঘাসফুল’ করার পর মনে হয়েছিল আমি প্রস্তুত নই। এখন রায়হান ভাইয়ের মতো মেন্টর এবং এমন একটি শক্তিশালী গল্প পেয়ে মনে হয়েছে—ফিল্মে ব্যাক করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না।” তিনি আরও বলেন, “মানুষ এখন গল্প দেখতে চায়। ‘ট্রাইব্যুনাল’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি অবহেলা করা অসংখ্য মামলার কণ্ঠস্বর। এটি সেই নারীদের প্রতিধ্বনি, যারা কোনোদিন শিরোনামে জায়গা পাননি। আমার বিশ্বাস, দর্শক এ সত্য ঘটনাটি গ্রহণ করবেন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সাবেক এমপির গাড়ি ও সুপার মার্কেটসহ ৬৯৪ শতক জমি জব্দ 

বিদ্রোহী প্রার্থীকে সমর্থন, পদ হারালেন বিএনপির ৬ নেতা 

খরচ না পেয়ে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন মহিলা দল নেত্রী

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

১০

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

১১

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

১২

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

১৩

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

১৫

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

১৬

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

১৭

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

১৮

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১৯

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

২০
X