এখনো প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও ছবিটির চমকপ্রদ সাড়া মিলছে। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মেও উঠছে ‘প্রিয়তমা’। জানা গেছে, দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে উন্মুক্ত হবে ছবিটি। উল্লেখ্য, হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’য় শাকিবের নায়িকা হয়েছেন কলকাতার ইধিকা পাল। অভিনয়ে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মী প্রমুখ।
মন্তব্য করুন