দেশের জনপ্রিয় রক ব্যান্ড শিরোনামহীন। এ বছরের শুরুতে নিজেদের নতুন গান ‘প্রিয়তমা’ প্রকাশ করে দলটি। এবার প্রকাশ পেল তাদের আরও একটি গান। নাম ‘কেন?’ শ্রোতারা নতুন এ গানটি ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, আমাজনসহ দেশীয় ও আন্তর্জাতিক সব ডিজিটাল প্ল্যাটফর্মে শুনতে পাবেন।
নতুন এ গানটি নিয়ে শিরোনামহীন জানায়, তাদের ইউটিউবসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘কেন?’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। এই প্রথম শিরোনামহীন কোনো গানের স্টপ মোশন মিউজিক ভিডিও করেছে। ভিডিওটি তৈরি করেছে ওগোপোগো অ্যানিমেশন স্টুডিও। ৭ এপ্রিল রাত ৮টায় মিউজিক ভিডিওটি প্রিমিয়ার করা হয়।’
এরপর গানটি নিয়ে ব্যান্ডের প্রধান জিয়া বলেন, ‘শিরোনামহীন তাদের শ্রোতাদের সবসময় নতুন কিছু উপহার দিতে চায়। তাদের কথা মাথায় রেখে সবসময় নতুন গান প্রকাশ করি আমরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রথমবারের মতো স্টপ মোশনে সবাই আমাদের দেখতে পাবেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’
এদিকে ইউটিউব চ্যানেলে এরই মধ্যে শিরোনামহীনে এক মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে। এ অর্জনে নিজেদের শ্রোতাদের ধন্যবাদ দিয়েছে দলটি। বর্তমানে শিরোনামহীনের কনসার্ট নিয়েও রয়েছে ব্যস্ততা। এর মাঝেও চলছে তাদের নবম অ্যালবামের কাজ। ‘এই অবেলায় ২’ শিরোনামের নতুন অ্যালবামে শ্রোতাদের জন্য বেশকিছু চমক থাকবে বলেও জানান এই দলনেতা।
‘বাতিঘর’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। যার মধ্যে কয়েকটি গান প্রকাশ হয়েছে।
বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।
মন্তব্য করুন