অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। ২০০৪ সালে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। এরপর বড় ও ছোট পর্দায় কাজের অভিজ্ঞতা হয় তার। বর্তমানে ব্যস্ততা রয়েছে ওটিটিতেও। সেই ধারাবাহিকতায় পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় নুরজাহান চরিত্রে অভিনয় করেছেন তিনি। যেটি হইচইতে প্রকাশ পাবে জুনের ৫ তারিখ। এ সিরিজে কাজের অভিজ্ঞতা ও বর্তমান ব্যস্ততা নিয়ে তানজিকার কথা হয় কালবেলার সঙ্গে। লিখেছেন মহিউদ্দীন মাহি
কানাডায় কেমন ব্যস্ততা কাটছে?
তানজিকা: আশার পর থেকে প্রতিদিনই ব্যস্ততা যাচ্ছে। এখানে এখন সামার শুরু হয়েছে। ঠান্ডা পড়ছে, তার মধ্যেই কাজ করতে হচ্ছে। এখানে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’র অষ্টম আসরে যোগ দিয়েছিলাম। এরপর এক ঘণ্টার চারটি নাটকের শুটিং করছি এখানে। যার মধ্যে তিনটি নাটকের কাজ সম্পন্ন হয়েছে। একটি বাকি আছে। নাটকগুলোতে আমার সঙ্গে মোশাররফ করিম ভাই আছেন। সব মিলিয়ে ভালোই ব্যস্ত সময় যাচ্ছে।
এর মধ্যেই প্রকাশ পেয়েছে আসন্ন ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ার ট্রেলার। কেমন লাগল?
তানজিকা: অসম্ভব ভালো লেগেছে। কাজটি করার সময় জানাই ছিল এটা ভালো হবে। কারণ কাজটি খুব মজা করে আমরা করেছি। তাই ট্রেলারটি প্রকাশের পর দর্শকের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। এ ছাড়া ট্রেলার প্রকাশের পর সবার পুরো সিরিজটি দেখার জন্য আগ্রহ বেড়ে গেছে, যা অনেকেই জানিয়েছে।
এ সিরিজে আপনার চরিত্রের নাম নুরজাহান। আপনি আব্বাসের কততম বউ?
তানজিকা: এ সিরিজে আমার চরিত্রের নাম ‘নুরজাহান’। যে আব্বাসের দ্বিতীয় বউ। এর আগে এমন হিজাব, বোরকা পরা চরিত্রে অভিনয় করিনি। যার একঝলক ট্রেলারে দর্শক দেখেছেন। এর বেশি এখন আর কিছু বলতে চাই না।
এমন মাল্টি কাস্টিং গল্পে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
তানজিকা: মাল্টি কাস্টিংয়ে অভিনয়ের অভিজ্ঞতা দারুণ ছিল। একসঙ্গে এত বাঘা বাঘা আর্টিস্টের সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়া আসলেই আনন্দের। এখানে সবার মধ্যেই একটা নীরব প্রতিযোগিতা থাকে। যেখানে সবাই যার যার থেকে নিজের সেরাটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। তাই মাল্টি কাস্টিংয়ে প্রতিটি আর্টিস্টেরই নিজের সেরাটি দেওয়ার চ্যালেঞ্জ থাকে। যেই চ্যালেঞ্জ আমার মধ্যেও ছিল। তবে এখানে সবার থেকে শেখারও একটি সুযোগ থাকে।
সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব যখন আসে তখন গল্প দেখে কি অবাক হয়েছিলেন?
তানজিকা: নাহ, অবাক হইনি। কারণ অমিতাভ রেজার কাজের ধরন সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। তার সঙ্গে আমার অনেক বিজ্ঞাপন করা হয়েছে। এবারই প্রথম কোনো ফিকশনে কাজের সুযোগ হলো। সে জায়গা থেকে তার বিজ্ঞাপন নির্মাণের যে ধরন, সেটির কথা মাথায় রেখেই গল্পটি যখন আমার কাছে আসে, একবার পড়েই রাজি হয়ে যাই।
অমিতাভ রেজার নির্মাণ নিয়ে আপনার অভিজ্ঞতা...
তানজিকা: তার নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি জানি তিনি যতটা যত্ন নিয়ে বিজ্ঞাপন বানান, তার থেকে আরও বেশি যত্ন নিয়ে ফিকশন তৈরি করেন। তাই এমন একজন নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হওয়াই স্বাভাবিক।
আপনি তো বিভিন্ন ধরনের চরিত্রে এরই মধ্যে অভিনয় করেছেন। এ চরিত্রটি কি আলাদা করে দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে আপনি আশাবাদী?
তানজিকা: এরই মধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে নুরজাহান চরিত্রটি। আশা করছি গোটা সিরিজটি দেখার পর সবার কাছে আরও বেশি ভালো লাগবে। তবে শুধু আমার চরিত্রটি নয়, এ সিরিজে অভিনয় করা প্রতিটি আর্টিস্টের চরিত্র দেখেই মজা পাবে দর্শক।
কানাডা থেকে দেশে ফিরছেন কবে?
তানজিকা: ঈদের কয়েক দিন আগে ফেরা হবে। এরপর ঈদের কিছু কাজ করে, অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেব। সেখানে আমার স্বামী সাইফ বাসুনিয়ার কাছে যাব।
মন্তব্য করুন