দেশের জনপ্রিয় পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। সিনেমা, নাটক, ওয়েব সিরিজ এবং বিজ্ঞাপন নির্মাণে রয়েছে তার সুনাম। এবারের ঈদে তার পরিচালিত বিনোদনমূলক ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ প্রকাশ পায়, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। বর্তমানে অমিতাভ রয়েছেন আমেরিকায়, করছেন নতুন একটি বিজ্ঞাপনের শুটিং।
এক ফেসবুক পোস্টে অমিতাভ জানান, ৩ জুলাই নিউইয়র্কে ছিল বিজ্ঞাপনের শুটিংয়ের প্রথম দিন। এদিন এখানকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়। ক্যামেরার পেছনে ছিলেন রাহমান টিটো।
পোস্টে অমিতাভ জানান, নতুন এ যাত্রায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন ফয়জুল ইয়ামিন, পারসা ইভানা ও রেদওয়ান আহমেদ। উল্লেখ্য, অমিতাভ রেজা বিজ্ঞাপন নির্মাণে আগে থেকেই খ্যাত। তথ্য অনুযায়ী, তিনি এখন পর্যন্ত এক হাজারের বেশি বিজ্ঞাপন নির্মাণ করেছেন, যার অধিকাংশই দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
মন্তব্য করুন