বাংলাদেশের জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তার গান ও সংগীতের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। নিজের শ্রোতাদের জন্য মেধাবী এ মিউজিশিয়ান প্রতি বছরই নতুন নতুন গান প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ভক্তদের এবার উপহার দিতে যাচ্ছেন আরও একটি নতুন গান শিরোনাম ‘দিলানা’।
এই গানের টিউন ও মিউজিক হাবিবের, এর কথা লিখেছেন আলি বকর জিকো। গানটি নিয়ে কালবেলাকে হাবিব বলেন, ‘সংগীতের বাইরে আমার আলাদা কোনো পরিচয় নেই। এটাই আমার প্রধান পরিচয় এবং গোটা বছর জুড়েই আমি সংগীত নিয়ে ব্যস্ত থাকি। কখনো নিজে শুধু সুর করি, আবার কখনো কণ্ঠও দিই। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গানের কাজ সম্পন্ন করলাম। এরই মধ্যে গানের একটি টিজার প্রকাশ করেছি। শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মে পুরো গান প্রকাশ পাবে।’ এর আগে এ বছরের শুরুতে ‘পাগল হাওয়া’ শিরোনামে নতুন গান প্রকাশ পায়; যেটি ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে শ্রোতাপ্রিয় হয়। গানের পাশাপাশি হাবিবের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা।
মন্তব্য করুন