চিত্রনায়ক জয় চৌধুরী। সিনেমা দিয়েই অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এরই মধ্যে। মুক্তির অপেক্ষায় আছে আরও কয়েকটি সিনেমা। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের পদেও। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে, ‘এক জবান, ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘আজব প্রেম’, ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘ক্ষনিকের ভালোবাসা’, ‘অন্তর জ্বালা’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘ট্র্যাপ’, ‘আহারে জীবন’ ইত্যাদি।
এবার কালবেলার তারাবেলা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন তিনি। কথা বলেছেন নিজের কাজ, ব্যক্তিজীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে। এসএমসি নিবেদিত অনুষ্ঠানটি দেখা যাবে রোববার (আজ), রাত ৮টায় কালবেলা এন্টারটেইনমেন্ট ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন