অভিনেতা ফররুখ আহমেদ রেহান। এরই মধ্যে তিনি সামিরা খান মাহি, নাজনীন নিহা, তানজিন তিশার বিপরীতে বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার তিনি অভিনয় করেছেন অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে। নাটকের নাম ‘শেষ থেকে শুরু’। নাটকটি নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফররুখ আহমেদ রেহান বলেন, ‘এরই মধ্যে আমার বেশ কিছু নাটক প্রচার হয়েছে। তারপর থেকেই দর্শকের কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পেয়েছি। তবে আমার নাটকের যারা নিয়মিত দর্শক, তারা আমাকে আরও ভালো গল্পের নাটকে অভিনয়ে দেখতে চান। আমি আমার সে সব ভক্ত-দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব ‘শেষ থেকে শুরু’ নাটকটি দেখার জন্য। কারণ, এ নাটকের গল্পটা অসাধারণ। আমার বিপরীতে এতে অভিনয় করেছেন সাফা কবির। একজন অভিনেত্রী হিসেবে এরই মধ্যে তিনি পরীক্ষিত। তিনি তার চরিত্রে নিখুঁত অভিনয় করেছেন। আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আশা করি এতে আমাদের ক্যামিস্ট্রি দর্শকের ভালো লাগবে।’
সাফা কবির বলেন, ‘গল্পটাই এ নাটকের প্রাণ। কাজ করেও ভীষণ ভালো লেগেছে। রেহানের সঙ্গে প্রথম কাজ, আশা করছি দর্শকের ভালো লাগবে।’
এহসান এলাহী বাপ্পী জানান, আজ বিকেল ৩টায় এনটিভিতে ‘শেষ থেকে শুরু’ প্রচার হবে।
মন্তব্য করুন