মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ। এরই মধ্যে নাটক-ওটিটি ও সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এবার অভিনয় করেছেন ‘আলী’ শিরোনামে নতুন একটি সিনেমায়। যেখানে বাকপ্রতিবন্ধী চরিত্রে দেখা গেছে তাকে। বিপ্লব হায়দারের পরিচালনায় ‘আলী’তে ইরফান সাজ্জাদ ছাড়া আরও আছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, শওকত সজল প্রমুখ। ১৮ জুলাই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এবার কালবেলার তারাবেলা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন ইরফান সাজ্জাদ। কথা বলেছেন সিনেমায় নিজের চরিত্র, কাজ, ব্যক্তিজীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে। এসএমসি নিবেদিত অনুষ্ঠানটি দেখা যাবে রোববার (আজ), রাত ৮টায় কালবেলা এন্টারটেইনমেন্ট ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন