বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ১৯৫০ সালের ২০ জুলাই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরাবাঁকিতে এক মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আলে মোহাম্মাদ শাহ ও মা ফাররুখ সুলতান।
নাসিরুদ্দিন নৈনিতালের সেন্ট আন্সেলম্স আজমের ও সেন্ট জোসেফ্স কলেজে পড়াশোনা করেন। ১৯৭১ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মানবিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর অভিনয় শিখতে ভর্তি হন দিল্লির বিখ্যাত ন্যাশনাল স্কুল অব ড্রামা প্রতিষ্ঠানে। তবে লেখাপড়া শেষ করার আগেই পা রাখেন বলিউডের রুপালি জগতে। তিনি অভিনয় শুরু করেন ১৯৬৭ সালে তৎকালীন সুপারস্টার রাজেন্দ্র কুমার ও সায়রা বানু অভিনীত ‘আমান’ ছবিতে একটি ছোট্ট চরিত্র দিয়ে।
নাসিরুদ্দিন শাহ তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী ও ২০০৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত করে।
মন্তব্য করুন