শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। আগামীকাল শুক্রবার থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে এটি এবং প্রতি রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নিয়মিত সম্প্রচার করা হবে নাটকটি।
নাটকটির রচনা ও পরিচালনায় আছেন কচি খন্দকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, আব্দুল্লাহ রানা, মিলি বাসার, অনিক ও নির্মাতা নিজেই।
নাটকের পরিচালক কচি খন্দকার বলেন, ‘এই সমাজে অনেক মেধাবী মানুষ আছে, যারা যোগ্য হলেও সুযোগ পায় না, কারণ তারা তোষামোদ করতে পারে না। আবার অনেকে শুধু তেল দিয়েই উন্নতির শিখরে পৌঁছে যায়। এই বৈষম্য আমাকে কষ্ট দেয়। সেই কষ্ট থেকেই নাটকটির গল্প লেখা।’
নাটকের গল্প আবর্তিত হয়েছে সমাজে বিদ্যমান দুই ধরনের মানসিকতা ঘিরে। একদল মনে করে, জীবনে সফল হতে হলে তোষামোদ বা ‘তেল মারা’ জরুরি। অন্য দল নীতিতে অটল থেকে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চায়। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।
মন্তব্য করুন