সমাজে গুজব কীভাবে একটি সাধারণ ঘটনাকে ভয়াবহ রূপ দিতে পারে—এমন বাস্তব ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘গুজব বাজ’। শহর কিংবা গ্রাম, গুজবের ছায়া সর্বত্র। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গুজব ছড়িয়ে বেড়ায়, আবার একসময় তারাই হয়ে পড়ে গুজবের শিকার। তখনই উপলব্ধি হয়, গুজব শুধু ব্যক্তির নয়, পুরো সমাজের জন্য কতটা ভয়ংকর ও ধ্বংসাত্মক হতে পারে।
নাটকটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন জিয়াউদ্দিন আলম। লিখেছেন দেলোয়ার হোসাইন দিল। মূল চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সিমান্ত ও অহনা রহমান। তাদের সঙ্গে রয়েছেন ফাতেমা হিরা, ইমরান আজান, লিটন খন্দকার, সিদ্দিক মাস্টার, পাভেল, সুমাইয়াসহ আরও অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন মো. মাসুদুর রহমান আদিত। শিগগির নাটকটি ‘ড্রিম আই’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
‘গুজব বাজ’ শুধুই বিনোদন নয়, এটি এক সতর্কবার্তা—অবাধ তথ্য প্রবাহের যুগেও গুজব কীভাবে সমাজে বিভ্রান্তি ছড়ায়, সে চিত্রই এতে ফুটে উঠেছে।
মন্তব্য করুন