তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আতিয়া আনিসা

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আতিয়া আনিসা

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নেন আতিয়া আনিসা। তবে তার গানের যাত্রা আরও আগে থেকেই। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর সবসময় মৌলিক গান দিয়েই এগিয়ে যেতে চেয়েছেন। নাটক, ওয়েবের গানেও আতিয়া আনিসার কণ্ঠের মাধুর্য মুগ্ধ করেছে শ্রোতা-দর্শককে। নতুন নতুন গান হিট হওয়ার পর ঢাকা, ঢাকার বাইরে স্টেজ শোতে মেতে ওঠেন আতিয়া আনিসা। এরই মধ্যে তিনি আরও একটি সুখবর দিলেন। তা হলো প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানকার বিভিন্ন স্টেটে ১৪টি শোয়ে তার গান গাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে নয়টি শো কনফার্ম বলেও নিশ্চিত করেছেন আনিসা।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আতিয়া আনিসা। এই শিল্পী বলেন, ‘নিজের গানের সুবাদেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সংগীতজীবনের শুরু থেকেই আমার একটি স্বপ্ন ছিল, নিজের গান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং দেশের সংগীতকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। আজ সেই স্বপ্নের একটি অংশ পূরণ হতে চলেছে, যা আমার জন্য গর্বের বিষয়। যদিও এটি আমার জীবনের প্রথম যুক্তরাষ্ট্র ভ্রমণ, তবে পেশাগতভাবে এটি আমার চতুর্থ আন্তর্জাতিক সফর। আমি যতবার দেশের বাইরে গিয়েছি, সবসময়ই গানের আহ্বানেই গিয়েছি। গান আমাকে জীবনে অগণিত সুযোগ, অভিজ্ঞতা ও ভালোবাসা উপহার দিয়েছে। ইনশাআল্লাহ, এই পথ আরও দীর্ঘ হবে এবং সংগীতের মাধ্যমে আমি আরও অনেকদূর এগিয়ে যেতে পারব। ধন্যবাদ বদরুদ্দোজা সাগর ভাইকে।’

এর আগে তিনি ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন। আনিসা জানান, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন। দেশে ফেরার কথা আগামী ২৯ অক্টোবর। যদি সেখানে গিয়ে শো আরও বেড়ে যায় তবে দেশে ফিরতে আরও কিছুদিন দেরি হতে পারে। আনিসার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত জনপ্রিয় গান হচ্ছে ইমরানের সঙ্গে ‘আমায় রাখিও পরাণে বান্ধিয়া’। গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, মিউজিক করেছেন সজীব দাস। উল্লেখ্য, ‘পায়ের ছাপ’ সিনেমায় ‘এই শহরের পথে পথে’ গানটির জন্য ২০২২ সালের শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১২

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১৩

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৪

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৫

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৬

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৭

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৮

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৯

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

২০
X