রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর পর বিদায় ঘণ্টা বাজল মিঠুনের দলের

নোয়াখালীর পর বিদায় ঘণ্টা বাজল মিঠুনের দলের

একদিন আগেই বিপিএলের এবারের আসরের প্রথম দল হিসেবে বিদায় নেয় নোয়াখালী এক্সপ্রেস। আজ শনিবার (১৭ জানুয়ারি) তাদের পথে হাঁটলো ঢাকা ক্যাপিটালসও। দলটিকে হারিয়ে প্লে-অফে খেলার টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে এদিন বড় সংগ্রহ করে রংপুর রাইডার্স। বড় লক্ষ্য তাড়ায় ভালোই লড়াই করে ঢাকা ক্যাপিটালস। বিশেষ করে মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত ব্যাটিং করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। তার ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস কেবলই হারের ব্যাবধান কমিয়েছে। অন্যদিকে, ১১ রানের জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। আর ৯ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট পাওয়ায় প্লে অফের দৌড় থেকেই ছিটকে গেছে ঢাকা।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে রংপুর রাইডার্স। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭০ রানের বেশি করতে পারেনি ঢাকা। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ মিঠুনের দল।

শুরুতেই ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন আবদুল্লাহ আল মামুন। আরেক ওপেনার উসমান খান ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৮ বলে ৩১ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর তিনে নামা সাইফ ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬ বলে ১২ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর সাব্বির রহমান-শামিম হোসেনরা দ্রুত ফিরে যান। তবে মোহাম্মদ মিঠুন ২৯ বলে করেছেন ২৫ রান। তবে শেষদিকে একাই লড়াই করেছেন সাইফউদ্দিন। তিন চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে করেছেন অপরাজিত ৫৮ রান। তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম। তবে ২০ রানের বেশি করতে পারেননি তিনি। ফলে ১৭০ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এর আগে ব্যাট করতে নেমে রংপুর প্রথম পাওয়ার প্লে-তে ৫০ রান তোলে। পরবর্তী ৫ ওভারে কিছুটা দ্রুতগতিতে রান তুলেছেন দলের দুই ওপেনার মালান আর হৃদয়। দুজনের উদ্বোধনী জুটিতেই আসে ১২৬ রানের বড় সংগ্রহ। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করতেই বোল্ড হন তাসকিন আহমেদের বলে। অন্যদিকে, ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ‍হৃদয় খেলেন ৬২ রানের ঝলমলে ইনিংস। তাকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করলেন তরুণ পেসার মারুফ মৃধা।

এছাড়া কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৪ রান। সাইফউদ্দিনের করা শেষ ওভারে পরপর দুই বলে আউট হয়েছেন মায়ার্স ও অধিনায়ক লিটন দাস। ফলে ১৮১ রান পর্যন্ত পৌঁছাতে পারে রংপুর। ঢাকার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন সাইফউদ্দিন। এ ছাড়া তাসকিন নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ১টি এবং সমান ১টি উইকেট নেন মারুফ মৃধা। সর্বোচ্চ রান করে এদিন ম্যাচসেরার পুরস্কারটা নিজের করে নেন রংপুর রাইডার্সের ডেভিড মালান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১১

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১২

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৩

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

১৪

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

১৫

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

১৬

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

১৭

সন্দ্বীপেরই অংশ ভাসানচর

১৮

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

১৯

মাদারীপুরে রণক্ষেত্র

২০
X