

বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আজ আবারও স্টেজে গান শোনাবেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে করপোরেট শোতে তিনি সংগীত পরিবেশন করবেন। তার সঙ্গে অংশ নেবেন এই প্রজন্মের কয়েকজন শিল্পীও।
স্টেজে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করে সাবিনা ইয়াসমিন বলেন, এখনো বেশ ভালো লাগা নিয়ে স্টেজ শোতে গান গাইতে পারছি, শ্রোতা-দর্শককে গানে গানে মুগ্ধ করতে পারছি—এটাই আসলে অনেক আনন্দ আর ভালো লাগার। কারণ সারা জীবনই আমি শ্রোতা-দর্শকের জন্য গান গেয়েছি।’
কিছুদিন আগে তার জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও একাডেমির আয়োজনে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় তার একক সংগীত সন্ধ্যা। সেই স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘এই আয়োজন আমার সংগীত জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
সিনিয়র শিল্পীরা পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন, কেউ কেউ আবার মঞ্চে আমার সঙ্গে গানও গেয়েছেন। এই যে ভালোবাসা—এর তুলনা হয় না।’ আগামী অক্টোবর মাসে দেশের বাইরে আরেকটি বড় শোতে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন।
মন্তব্য করুন