ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে শুক্রবার গুজরাটের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায় অনুষ্ঠিত হলো ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারের আসরে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত হিট ও প্রশংসিত হিন্দি সিনেমার সেরা পারফরম্যান্সকে সম্মান জানিয়ে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘ব্ল্যাক লেডি’। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন শাহরুখ খান, করণ জোহর ও মনীষ পাল। নাচের মাধ্যমে পারফর্ম করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, সিদ্ধান্ত চতুর্বেদি, কৃতি স্যানন ও অনন্যা পান্ডে।
এবারের আসরে সর্বাধিক ১৩টি পুরস্কার জিতেছে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’। সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও। দ্বিতীয় সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে ‘কিল’, আর সমালোচকদের দৃষ্টিতে সেরা সিনেমাসহ তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে সুজিত সরকারের ‘আই ওয়ান্ট টু টক’।
৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের উল্লেখযোগ্য বিজয়ীরা:
সেরা সিনেমা: লাপাতা লেডিস (আমির খান প্রোডাকশন্স)
সেরা সিনেমা (সমালোচক): আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)
সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন), অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক)
সেরা অভিনেতা (সমালোচক): রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (জিগরা)
সেরা অভিনেত্রী (সমালোচক): প্রতিভা রান্তা (লাপাতা লেডিস)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ছায়া কদম (লাপাতা লেডিস)
সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা নবাগত অভিনেত্রী: নিতাংশি গোয়েল (লাপাতা লেডিস)
সেরা নতুন পরিচালক: কুনাল কেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভালে (আর্টিক্যাল ৩৭০)
সেরা মিউজিক অ্যালবাম: লাপাতা লেডিস (রাম সাম্পাত)
সেরা গীতিকবি: প্রশান্ত পান্ডে (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)
সেরা গায়ক: অরিজিৎ সিং (গান: সজনী, সিনেমা: লাপাতা লেডিস)
সেরা গায়িকা: মধুবন্তী বাগচি (গান: আজ কি রাত, সিনেমা: স্ত্রী টু)
আরডি বর্মণ অ্যাওয়ার্ড (সেরা উদীয়মান সংগীতশিল্পী): অচিন্ত ঠাক্কার (জিগরা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি)
সেরা গল্প: আদিত্য ধর, মোনাল ঠাক্কার (আর্টিক্যাল ৩৭০)
সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)
সেরা সংলাপ: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আই ওয়ান্ট টু টক (রিতেশ শাহ, তুষার শীতল জৈন)
সেরা আবহ সংগীত: রাম সাম্পাত (লাপাতা লেডিস)
সেরা চিত্রগ্রাহক: রাফি মেহমুদ (কিল)
সেরা শিল্প নির্দেশনা: ময়ূর শর্মা (কিল)
সেরা পোশাক পরিকল্পনা: দর্শন জালান (লাপাতা লেডিস)
সেরা শব্দ বিন্যাস: সুভাষ সাহু (কিল)
সেরা সম্পাদনা: শিবকুমার ভি পানিকার (কিল)
সেরা অ্যাকশন: সে-ইয়ং ও, পারভেজ শেখ (কিল)
সেরা ভিএফএক্স: রিডিফাইন (মুনজিয়া)
সেরা নৃত্য পরিচালনা: বোসকো-কিজার (গান: তওবা তওবা, ব্যাড নিউজ)
আজীবন সম্মাননা: শ্যাম বেনেগাল (মরণোত্তর), জিনাত আমান
সিনে আইকন অ্যাওয়ার্ড: দীলিপ কুমার, মীনা কুমারি, নূতন, বিমল রায়, অমিতাভ বচ্চন,জয়া বচ্চন, শ্রীদেবী, কাজল, রমেশ সিপ্পি ও করণ জোহর।
মন্তব্য করুন