

দেশের জনপ্রিয় মডেল সৈয়দা তৌহিদা হক তিথী। নিয়মিত বিজ্ঞাপনের মডেল হতে দেখা যায় তাকে। এ সুযোগে কাজ করেছেন অনেক গুণী নির্মাতার সঙ্গে। সে ধারাবাহিকতায় তাকে এবার দেখা যাবে নতুন আরও একটি বিজ্ঞাপনে। যেটিতে প্রথমবার তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে। দুজনের এটি প্রথম কাজ।
কাজটি নিয়ে কালবেলাকে তিথী বলেন, ‘আমি একজন মডেল। সেই সুবাদে বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করা হয় আমার। এবার প্রথমবারের মতো রাজের সঙ্গে একটি বিজ্ঞাপন করলাম। যেটি আমাদের দুজনেরই প্রথম কাজ। এর শুটিং হয়েছে কক্সবাজারে। টানা তিন দিন সেখানকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা। বিজ্ঞাপনটি নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ, কিছু স্পেশাল কাজ থাকে। তার মধ্যে এটি একটি।’
এরপর শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে তিথী আরও বলেন, ‘শরিফুল রাজের ক্যারিয়ারও মডেলিং দিয়ে শুরু হয়। এ ইন্ডাস্ট্রিতে তিনি একজন জনপ্রিয় নাম। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। আমাদের বেশ আগে থেকেই পরিচয় ছিল। একসঙ্গে বিভিন্ন শো করেছি। অভিনয়টা প্রথম করলাম আরকি। খুব ভালো লেগেছে। আশা করি আমাদের দুজনের নতুন এ কাজটি দর্শকের পছন্দ হবে।’ এটি মেরিল গ্লিসারিনের একটি বিজ্ঞাপন। যেটি পরিচালনা করছেন নির্মাতা ফাহাদ খান। ডিসেম্বর এটি প্রচারিত হবে। এ ছাড়া বেশ কিছু নতুন কাজ রয়েছে তিথীর হাতে। যেগুলোর শুটিং সামনের মাসে হবে।
মন্তব্য করুন