তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার মঞ্চে চিত্রলেখা

অভিনেত্রী চিত্রলেখা গুহ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী চিত্রলেখা গুহ। ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতেই নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে আসছে নাট্যদল সমতল। দলটির প্রথম প্রযোজনা হিসেবে আজ ৩ জানুয়ারি মঞ্চস্থ হচ্ছে নাটক ‘লুৎফার প্রদীপ’। রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে রাত ৮টা ৫ মিনিটে মঞ্চস্থ হবে দ্বিতীয় প্রদর্শনী।

নাটকটি লিখেছেন প্রখ্যাত নির্মাতা ও নাট্যকার তানভীর মোকাম্মেল। নির্দেশনায় রয়েছেন সগীর মোস্তফা। এ নাটকের মাধ্যমে মঞ্চে প্রথমবারের মতো একক অভিনয়ে দেখা যাবে অভিনেত্রী চিত্রলেখা গুহকে, যা তার অভিনয়জীবনের একটি বিশেষ মাইলফলক। ‘লুৎফার প্রদীপ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে পলাশীর যুদ্ধ-পরবর্তী এক করুণ ইতিহাস ঘিরে। যুদ্ধে পরাজয়ের পর নৃশংসভাবে নিহত নবাব সিরাজ-উদ-দৌলার মরদেহ ভগীরথী নদীর অন্যপাড়ে খোশবাগে, নবাব আলীবর্দী খানের কবরের পাশে সমাহিত করা হয়। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা, যিনি ইতিহাসে লুৎফা নামেও পরিচিত, স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে প্রতিদিন সন্ধ্যায় তার কবরে একটি প্রদীপ জ্বালাতেন। নিজের মৃত্যু পর্যন্ত তিনি এই প্রদীপ জ্বালিয়ে গেছেন। এই প্রদীপ কি কেবল স্বামীর প্রতি এক বিধবা নারীর ভালোবাসার প্রকাশ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও গভীর কোনো অর্থ—সেই প্রশ্নই নাটকের কেন্দ্রবিন্দু। নাট্যকার তানভীর মোকাম্মেল বলেন, সিরাজের কবরে জ্বালানো প্রদীপটি শুধু ব্যক্তিগত শোকের প্রতীক নয়; বরং তা হয়ে ওঠে এই ভূখণ্ডের স্বাধীনতার আশা-আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার এক প্রতীক। তার মতে, বাংলার ইতিহাসে ভালো শাসকদের টিকে থাকতে দেওয়া হয়নি; দেশি দালালদের সহযোগিতায় বিদেশি শক্তি বারবার দখল করেছে ক্ষমতা ও সম্পদ। সেই পরাধীনতার ভেতর লুৎফার প্রদীপ হয়ে ওঠে একটি জাতির স্বপ্ন ও প্রত্যাশার প্রতিচ্ছবি। নির্দেশক সগীর মোস্তফা বলেন, ইতিহাস সাধারণত বিজয়ীদের কথাই বলে, কিন্তু বিজিতদের বেদনা, ত্যাগ ও দীর্ঘশ্বাস অনেক সময় আড়ালেই থেকে যায়। ‘লুৎফার প্রদীপ’ কেবল শেষ স্বাধীন নবাবের পরাজয়ের কাহিনি নয়; এটি সিরাজ-পত্নী লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম, অসীম ধৈর্য এবং আজীবন বহন করা শোকের এক জীবন্ত উপাখ্যান। নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, ‘লুৎফার প্রদীপ সমতলের প্রথম প্রযোজনা—এটাই আমার জন্য বিশেষ আনন্দের। গল্পটি অসাধারণ। নির্দেশকের নির্দেশনা অনুযায়ী নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। অভিনয়জীবনে এই প্রথম মঞ্চে একক অভিনয় করছি, অনুভূতিটা একেবারেই ভিন্ন। চার বছর পর নতুন কোনো মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হলাম। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ।’

নাটকটির শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় রয়েছেন উত্তম গুহ।

আবহসংগীত ও শব্দ পরিকল্পনায় আছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি।

ইতিহাস, প্রেম ও স্বাধীনতার প্রতীকে গাঁথা এ নাটক নতুন বছরের শুরুতেই দর্শকদের জন্য ভিন্নধর্মী এক মঞ্চ অভিজ্ঞতা এনে দেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

রাজধানীতে আজ কোথায় কী

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

এসিআই মটরসে চাকরির সুযোগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

১৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

হাদি হত্যার বিচার হতেই হবে : মির্জা ফখরুল

১০

ঘোষণা আজ / জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত

১১

‘শেয়ার শূন্য ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

১২

খালেদা জিয়ার রাজনৈতিক শিক্ষা সারা জীবন বয়ে চলার অঙ্গীকার ব্যারিস্টার অমির

১৩

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জবিতে শীতবস্ত্র বিতরণ 

১৪

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

১৫

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

১৬

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

১৭

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

১৮

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

১৯

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

২০
X