

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘তারুণ্যের চলচ্চিত্র, তারুণ্যের উৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী এ উৎসব চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
এবারের উৎসবে বিশ্বের ৩২টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, এবারের আয়োজনে আন্তর্জাতিক শর্ট, ফিচার, ডকুমেন্টারি, অ্যানিমেটেড ও ন্যাশনাল ফিল্মসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। দেশ-বিদেশের অভিজ্ঞ নির্মাতা ও চলচ্চিত্র বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরিবোর্ড সেরা চলচ্চিত্র নির্বাচন করবে।
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ওপেন ডিসকাশন ও নির্মাণ কর্মশালা। উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসব তাকে উৎসর্গ করা হয়েছে।
মন্তব্য করুন