

নতুন বছরের শুরুতেই আলোচনায় বলিউড অভিনেত্রী সারা আলী খান। সম্প্রতি চলতি বছরের প্রথম শুটিংয়ের একটি ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি। শুটিংয়ের পেছনের মুহূর্তগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই তা দ্রুত ছড়িয়ে পড়ে অনলাইনে।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি ভিডিওতে সারাকে দেখা যায় সম্পূর্ণ মেকআপে, যেখানে তিনি জানান দিনের কাজ শেষ করার কথা। ভিডিওর মাধ্যমেই তিনি নিশ্চিত করেন—এটিই ছিল তার ২০২৬ সালের প্রথম শুট। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তুলনামূলকভাবে কম সক্রিয় থাকলেও, এই পোস্টের মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরে আসেন তিনি।
এর আগে সারা শেয়ার করেছিলেন ছুটির কিছু ছবি, যেখানে দেখা যায় তুষারাবৃত এক মনোরম পরিবেশ। সেই ছবিগুলোয় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ইব্রাহিম আলি খান। ছবির ক্যাপশনে সারা লিখেছিলেন, ‘মেরি মান্নত, হামেশা নসিব হো আইসি জান্নাত’—যার অর্থ, সবসময় যেন এমন স্বর্গ তার ভাগ্যে জোটে। পরিবার ও প্রকৃতির মাঝে কাটানো সেই মুহূর্তগুলো ভক্তদের কাছেও দারুণ প্রশংসা কুড়ায়।
ক্যারিয়ারের দিক থেকেও সারা আলি খানের সময়টা বেশ ব্যস্ত। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে। এতে একজন আধুনিক শহুরে তরুণীর চরিত্রে তাকে দেখা গেছে, যে সম্পর্ক, ক্যারিয়ার ও আবেগগত অনিশ্চয়তার ভেতর দিয়ে নিজেকে খুঁজে ফেরে। ছবিতে বর্তমান প্রজন্মের কমিটমেন্টের দ্বন্দ্ব, পেশাগত চাপ এবং ভালোবাসা নিয়ে বদলে যাওয়া ভাবনার প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে।
আগামী দিনে আরও বড় পরিসরের কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সারা। তাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানা ও ওয়ামিকা গাব্বির সঙ্গে মুদাসসার আজিজ পরিচালিত ছবি ‘পতি পত্নী অউর ওহ ডু’-তে। সম্প্রতি নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির কাস্ট ও মুক্তির তারিখ ঘোষণা করেছেন। জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৪ মার্চ, হোলি উপলক্ষে।
এ ছবিটি ২০১৯ সালের জনপ্রিয় কমেডি-ড্রামা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম পর্বে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও আনন্যা পান্ডে। নতুন গল্প, নতুন চরিত্র আর পরিচিত হাস্যরস নিয়ে দর্শকের আবারও প্রেক্ষাগৃহে টানার প্রত্যাশা নির্মাতাদের। সব মিলিয়ে, বছরের শুরুতেই শুটিং থেকে বড় পর্দার মুক্তি—সবকিছু মিলিয়ে সারা আলি খানের সামনে অপেক্ষা করছে কর্মব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়। এখন দেখার বিষয়, নতুন ছবিগুলোয় তিনি দর্শকদের কতটা নতুনভাবে চমকে দিতে পারেন।
মন্তব্য করুন