

নিজের জীবনের নানা গল্প এবার পাঠকের সামনে তুলে ধরলেন গায়ক অঞ্জন দত্ত। আগামীকাল ১৯ জানুয়ারি তার জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা রাখতে যাচ্ছেন এই শিল্পী। জন্মদিন সামনে রেখে প্রকাশ পেল তার আত্মজীবনী ‘অঞ্জন নিয়ে’।
গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ শীর্ষক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। নতুন প্রকাশিত বইটিতে অঞ্জন দত্ত তুলে ধরেছেন তার জীবনের নানা অধ্যায়।
কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, জার্মানিতে চাকরির অভিজ্ঞতা, পৃথিবীর বিভিন্ন প্রান্তের খ্যাতনামা মানুষের সঙ্গে পরিচয়ের স্মৃতি এবং কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাটানো মজার মুহূর্ত—সবই জায়গা পেয়েছে এ আত্মজীবনীতে।
বইটিতে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্কের কথা যেমন উঠে এসেছে, তেমনি রয়েছে সত্যজিৎ রায়ের সঙ্গে অঞ্জন দত্তের অল্পচেনা কিন্তু মজার সম্পর্কের গল্পও।
এ বিষয়ে তিনি বলেন, ‘মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্কের কথা অনেকেই জানে। কিন্তু সত্যজিৎ রায়ের সঙ্গে আমার যে অদ্ভুত ও মজার সম্পর্ক ছিল, সেটা খুব কম মানুষই জানে।’
মন্তব্য করুন