কলকাতার গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের ওটিটিতে। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। এতে অভিনয় করতেও দেখা যাবে তাকে। এই সিরিজটিতে অভিনয় করবেন দেশের অভিনেত্রী তমা মির্জাও। তা ছাড়া ভারত ও বাংলাদেশের একঝাঁক অভিনয়শিল্পীও এতে থাকবেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যমকে তমা মির্জা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করার কথা ভেবেই অনেক উত্তেজনা কাজ করছে। দারুণ একটি গল্পে তৈরি হচ্ছে সিরিজটি। শিগগিরই কাজ শুরু হবে। শুটিংয়ের পর পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করতে পারব। শুটিং শুরুর অপেক্ষায় আছি’।
জানা গেছে, এই মিউজিক্যাল ওয়েব সিরিজটিতে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। এটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম। অঞ্জন দত্ত জানিয়েছেন, এই সিরিজে উঠে আসবে আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প।
মন্তব্য করুন