তামজিদ হোসেন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

শিল্পীদের সম্মান দিতে হবে

আইনুন পুতুল
শিল্পীদের সম্মান দিতে হবে। ছবি : সংগৃহীত
শিল্পীদের সম্মান দিতে হবে। ছবি : সংগৃহীত

মঞ্চের আলোয় প্রথম পা রাখা এক স্বপ্নবাজ তরুণী—যার চোখে ছিল অভিনয়ের অদম্য আকাঙ্ক্ষা আর বুকভরা সাহস। সময়ের পরতে পরতে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনের পর্দা ছুঁয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন যিনি, তিনি আর কেউ নন—দেশের জনপ্রিয় অভিনেত্রী আইনুন পুতুল। ২০০৬ সালে ‘ঘাটের কথা’ নাটকে কুসুম চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রে উঠে আসা এ শিল্পী, হ‍ুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রে প্রাণসঞ্চার করে এবং ‘ঘেটুপুত্র কমলা’সহ নানা উল্লেখযোগ্য কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শোবিজ অঙ্গনে। তবে পর্দার ঝলমলে আলোর আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রাম, নীরব লড়াই আর না বলা বহু গল্প। আজকের সাক্ষাৎকারে থাকছে আইনুন পুতুলের সংগ্রামী জীবনের জানা-অজানা অধ্যায়ের গল্প। লিখেছেন তামজিদ হোসেন

আপনার অভিনয় শুরুর দিকটা কেমন ছিল?

আমার অভিনয়ের ক্যারিয়ার শুরু হয় ২০০৬ সাল থেকে। প্রায় দুই দশক পার করলাম শোবিজ অঙ্গনে। তবে আমার অভিনয় জীবনের শুরুর সময়টা ছিল খুবই চমৎকার। কারণ, কিছু না বুঝে ওঠার আগেই শুরু করে দিয়েছিলাম। আমার প্রথম কাজ ছিল নাটক ‘ঘাটের কথা’। যেখানে আমি সেলিম আল দীন স্যারের সঙ্গে কাজ করেছি এবং ওই নাটকে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলাম, যেটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় বলা যায়। তবে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। কারণ, আমার কাজটি টিভিতে যাবে, মফস্বল থেকে উঠে আসা একটা মেয়ে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তখন লেখাপড়া করছে, তার কাজ টিভিতে যাবে এবং বাবা-মাসহ আত্মীয়স্বজন সেটা দেখাবে—এটা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল।

আপনি তো দেশের জনপ্রিয় লেখক ও নির্মাতা হ‍ুমায়ুন আহমেদের বেশ কিছু নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। সে সময়কার কিছু মজার স্মৃতি আছে কি?

হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার বিষয়টি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা ব্যাপার। তার বেশ কিছু নাটক ও একটা সিনেমায় আমার কাজ করা হয়েছে। এখনো অনেকেই আমাকে বলে, তুমি অনেক লাকি যে, তুমি হ‍ুমায়ুন আহমেদের সঙ্গে কাজ করেছ। তখন আমি বলি, হ্যাঁ, এদিক থেকে যেমন আমি লাকি, তেমনি আমি আনলাকি যে, আমি হ‍ুমায়ূন ফরীদির সঙ্গে কাজ করতে পারিনি। আমার জীবনের একটা বিষয় অপূর্ণ থাকবে যে, আমি দুজন হুমায়ুনের সঙ্গে কাজ করতে পারিনি। ওনারা দুজনই লিজেন্ড ছিলেন, একজন অভিনয়ের দিক থেকে, অন্যজন লেখক হিসেবে। তবে আমার জীবনের বড় প্রাপ্তি ২০০৬ সালের পর আমি যার সঙ্গে কাজ শুরু করি তিনি হলেন হ‍ুমায়ূন স্যার। হ‍ুমায়ুন স্যার তখন ঈদের নাটকের জন্য নায়িকা খুঁজছিলেন। তখন তো রিটেন, ভাইভা এবং স্কিন টেস্ট দিতে হতো। সে সময় আমিও পরীক্ষা দিই এবং আমার মনে আছে আমি তখন ১৪০০ মেয়ের মধ্য থেকে প্রথম হয়েছিলাম। এরপর ‘জহির কারিগর’ নাটক দিয়ে হ‍ুমায়ূন স্যারের সঙ্গে কাজ শুরু হয় আমার। তিনি আমাকে অনেক স্নেহ করতেন, এমনকি উনি আমাকে একটা নাম দিয়েছিলেন, যে নামে তিনিই শুধু ডাকতেন।

শুটিং সেটে স্যার একদম বাচ্চা মানুষের মতো হয়ে যেতেন। গল্প লিখতে লিখতে তিনি চেয়ারের ওপর পা তুলে দিতেন। সেটে গিয়ে দেখি তিনি ইনস্ট্যান্ট ডায়ালগ লিখছেন, ডিরেকশন দিচ্ছেন। ছোটবেলায় তার বই পড়ে প্রথম তাকে চেনা এবং বড় হয়ে তার নাটকের জন্য নুহাশপল্লীতে গিয়ে তার সঙ্গে কাজ করা আমার কাছে অনেক বড় পাওয়া ছিল। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত আমি স্যারের সঙ্গে কাজ করতে পেরেছি, এর মধ্যে ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমায় দীর্ঘসময় সুনামগঞ্জে আমরা কাজ করেছি। এমন অনেক স্মৃতি আছে যেগুলো বলে আসলে শেষ করা যাবে না। তবে, একটা কথাই বলতে পারি, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল এককথায় অসাধারণ।

আপনি তো থিয়েটারের মানুষ। থিয়েটার কতটুকু পুতুলকে সাহায্য করেছে বর্তমানের এ অবস্থানে আসতে?

মঞ্চ আমাকে পুরোটাই সাহায্য করেছে আজকের এ অবস্থানে আসতে। ছোটবেলায় থিয়েটার করার কারণেই আমি আগ্রহ পেয়েছি আমাকে তাহলে নাটক বিষয়ে লেখাপড়া করতে হবে। আর এটা আমার মাথায় দেয় আমার বড় ভাই। তিনি আমাকে বলেন, তুই যেহেতু ছোটবেলা থেকেই থিয়েটার করিস, গান করিস, তাহলে তুই নাটক নিয়ে পড়াশোনা কর। তবে নাটক নিয়ে যে লেখাপড়া করা যায় বা সাবজেক্ট আছে, সেটাই আমার জানা ছিল না। তারপর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগে। তবে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পেছনে আমার বান্ধবী তৃণা আমাকে অনেক হেল্প করেছে, যার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপনি শুটিং সেটে খাবার বৈষম্য নিয়ে একটি লেখা পোস্ট করেছিলেন। বিষয়টি নিয়ে যদি বিস্তারিত কিছু বলতেন…

এটা নিয়ে আগে অনেকেই কথা বলেছে এবং সমালোচনার শিকার হয়েছে। সত্য কথার ভাত নেই এ দুনিয়ায়। শুটিং সেটে প্রথম থেকেই আমি দেখে আসছি যারা প্রডাকশনে কাজ করেন, তারা একরকম খাবার খাচ্ছেন, তাদের থেকে একটু সিনিয়র আবার অন্যরকম খাবার খাচ্ছেন। শুধু তারাই নন, সিনিয়র শিল্পী এবং জুনিয়র শিল্পীদের খাবারের মধ্যেও এ পার্থক্য দেখা যায়। শুটিং সেটে দুই থেকে তিন ধরনের খাবারের পার্থক্য দেখা যায়। উদাহরণস্বরূপ যদি বলি, একজন সিনিয়র আর্টিস্ট যদি ইনটেক পানির বোতল পান পানি পান করার জন্য, অন্যদিকে একজন জুনিয়র আর্টিস্টকে পানি পান করতে হয় ট্যাব থেকে খোলা বোতলে নিয়ে। আমার কাছে এ বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগে। যদি কোনো সিনিয়র আর্টিস্টকে স্পেশাল খাবার দেওয়া লাগে, তাহলে সেটা গোপনে দেওয়া ভালো। সিনিয়র আর্স্টিস্ট এবং ডিরেক্টর ভালো খাবার খাবেন আর জুনিয়র আর্টিস্টরা সেটা থেকে বঞ্চিত হবেন; সেটা দৃষ্টিকটু লাগে। শিল্পী তো শিল্পীই। তিনি হোক জুনিয়র বা সিনিয়র। শিল্পীদের সম্মান দিতে হবে।

আপনি তো প্রায় দুই দশক পার করে ফেলেছেন অভিনয় জগতে। ইন্ডাস্ট্রিতে বর্তমানে তরুণ যারা শিল্পী আছেন বা আসছেন, তাদের উদ্দেশে কী বলতে চান?

বর্তমানে যারা অভিনয় জগতে আছেন বা আসছেন, তারা অনেকে ট্যালেন্টেড। তারা অনেক ভালো কাজ করছেন। আমার কাছে এটা ভালো লাগে যে, তারা আসছেন এবং তাদের অভিনয় দক্ষতা দিয়ে সফলতাও পেয়ে যাচ্ছেন দ্রুত। এটা খুব ভালো। আমরা কিন্তু সফলতা এত দ্রুত পাইনি। কারণ সে সময় সোশ্যাল মিডিয়া ছিল না, এতগুলো কাজের প্ল্যাটফর্ম ছিল না। যেজন্য আমাদের সফলতা আসতে দেরি হতো। নবাগতদের সফলতা দেখে আমার খুব ভালো লাগে যে, তারা ভালো করছেন ইন্ডাস্ট্রিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X