

একজন স্কুলপড়ুয়া শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ানে একটি শহরের বহু শিশুর জীবনপ্রবাহ ও নানা সামাজিক অসংগতি তুলে ধরবে নাটক ‘পোস্টমর্টেম’। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ড্রামা ক্লাবের পঞ্চম প্রযোজনা এ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন ফাহিম মালেক ইভান।
আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটি প্রদর্শিত হবে। নাটকটির চিত্রনাট্যে প্রতিযোগিতামুখী সমাজব্যবস্থায় মানুষের ক্রমবর্ধমান দ্বন্দ্ব, সাফল্যের নামে সন্তানকে পরীক্ষার যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়ার বাস্তবতা এবং অভিভাবক-সন্তান সম্পর্কের দায়িত্ববোধের প্রশ্ন তুলে ধরা হয়েছে।
নির্দেশক জানান, সংস্কৃতি অঙ্গনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও এ প্রযোজনা সমাজে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড্রামা ক্লাবের সদস্যরা। আলোক পরিকল্পনায় ফারুক খান টিটু, পোশাক পরিকল্পনায় সাজিয়া আফরিন লুবনা এবং আবহসংগীত পরিকল্পনা করেছেন নির্দেশক নিজেই। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিএসডব্লিও।
মন্তব্য করুন