তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:১০ এএম
প্রিন্ট সংস্করণ

কাজের অভিজ্ঞতা জানালেন দিব্যা

দিব্যা দত্ত I ছবি: সংগৃহীত
দিব্যা দত্ত I ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের অধিকারী অভিনেত্রী দিব্যা দত্ত। সাম্প্রতিক সময়ে একাধিক প্রশংসিত প্রজেক্টের মাধ্যমে আবারও আলোচনায় তিনি। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের নানা স্মৃতির পাশাপাশি আগের দিনের রোমান্টিক দৃশ্যের শুটিং অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেত্রী। সে সময় এখনকার মতো ইনটিমেসি কো-অর্ডিনেটর না থাকায় এমন দৃশ্যের শুটিং কতটা চ্যালেঞ্জিং ছিল, সে কথাও খোলামেলা জানান তিনি।

২০১০ সালের ছবি ‘হিস’-এর শুটিং সেটের কথা স্মরণ করে দিব্যা দত্ত জানান, প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে একটি আবেগঘন রোমান্টিক দৃশ্য করতে গিয়ে তিনি বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। ছবিতে তারা ছিলেন এক নিঃসন্তান দম্পতির চরিত্রে, যেখানে চোখের জল আর আবেগের মধ্যে ভালোবাসার দৃশ্য ফুটিয়ে তুলতে হয়েছিল।

দিব্যা দত্ত বলেন, ‘দৃশ্যটি ছিল অত্যন্ত সুন্দর হলেও সেটে উপস্থিত সবার মধ্যে এক ধরনের টানটান উত্তেজনা কাজ করছিল। কারণ, শটটি নিখুঁতভাবে ধারণ করা ছিল বড় চ্যালেঞ্জ। সেটের অর্ধেক টিম ছিল বিদেশি এবং বাকিরা ছিলেন স্থানীয়। সবাই চাইছিলেন দৃশ্যটি যেন ঠিকভাবে ফুটে ওঠে। সে সময় ইনটিমেসি ডিরেক্টর বা কো-অর্ডিনেটর না থাকায় শিল্পীদের নিজেদের মধ্যেই মানসিক প্রস্তুতি ও পারস্পরিক স্বাচ্ছন্দ্য গড়ে নিতে হতো।’

শুটিংয়ের আগে নিজের উৎকণ্ঠার কথা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘তিনি তখন পরিচালককে জিজ্ঞেস করেছিলেন ইরফান কোথায় আছেন। উত্তরে পরিচালক জানান, ইরফান ছাদে বসে আছেন এবং তিনিও তার থেকেও বেশি নার্ভাস। এই স্মৃতিচারণ করতে গিয়ে দিব্যা দত্ত হেসে বলেন, এমন আবেগঘন ও অন্তরঙ্গ দৃশ্যে সঠিক আবেগ তুলে ধরা, সহশিল্পীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা—সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। আর এ জায়গায় অফ-স্ক্রিন বন্ধুত্ব বড় ভূমিকা রাখে।

দিব্যা দত্তের ভাষ্য অনুযায়ী, ইরফানের সঙ্গে তার বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়াই দৃশ্যটি স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য করে তুলতে সাহায্য করেছিল। তিনি মনে করেন, সেই সময়কার অভিনেতারা অনেক ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভর করেই এমন সংবেদনশীল দৃশ্যগুলো সম্পন্ন করতেন।

‘হিস’ ছবিতে একসঙ্গে কাজের পরও তাদের সম্পর্কের ধারাবাহিকতা বজায় ছিল। ২০১৮ সালের ছবি ‘ব্ল্যাকমেইল’-এ তারা আবারও জুটি বেঁধে অভিনয় করেন, যেখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায় এই দুই অভিনেতাকে। এ কাজের মধ্য দিয়েও পর্দার বাইরের তাদের বন্ধন ও পেশাদার সম্পর্ক আরও দৃঢ় হয়।

দিব্যা দত্তের এই স্মৃতিচারণ শুধু একটি দৃশ্যের গল্প নয়; বরং এটি তুলে ধরে বলিউডের একসময়ের কাজের সংস্কৃতি, যেখানে সংবেদনশীল দৃশ্যে শিল্পীদের নিজেদের মধ্যকার বিশ্বাস, বন্ধুত্ব ও পেশাদারিত্বই ছিল প্রধান ভরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

কিপারের হেডে রিয়ালের পতন

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

১০

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

১১

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

১২

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

১৪

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

১৫

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১৬

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১৭

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১৮

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৯

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

২০
X