ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি একের পর এক বেফাঁস মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তা নিয়ে চর্চার শেষ নেই, এর মধ্যেই ভাইরাল অভিনেত্রীর নতুন এক ভিডিও। যেখানে বলিউড নিয়ে কড়া কথা বলেছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। আর এই ভিডিও ভাইরাল হতেই তার ওপর চটেছেন নেটিজেনরা।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে, ভারতের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে পাকা জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু বিশ্বের দরবারে ভারতীয় ছবি নিয়ে তার এমন মন্তব্যে নাখোশ অনেকেই। ২০১৬ সালে বিশ্বখ্যাত এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে প্রথমবার অংশ নেন প্রিয়াঙ্কা। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলে বসেন, ‘ভারতীয় ছবি মানেই তো শুধু নিতম্ব আর স্তন প্রদর্শন’। পুরোনো সেই ভিডিও ভাইরাল হতেই প্রিয়াঙ্কার মন্তব্যকে ‘কুরুচিকর’ বলে আখ্যা দিচ্ছেন হিন্দি ছবির ভক্তরা। নেটিজেনদের কাছে এই অভিনেত্রী এখন চোখের বালি!
একজন লেখেন, ‘আমি জানি ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক সমস্যা রয়েছে, তবে সেটা নিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এভাবে কথা বলাটা অযৌক্তিক, দেশের মাথা হেঁট করা ছাড়া কিছুই নয়।’ অন্য একজন লেখেন, ‘প্রিয়াঙ্কার হয়তো বলিউড এবং বলিউডের শিল্পীদের নিয়ে ধারণা নেই। শ্রীদেবী, বৈজয়ন্তীমালা, ঐশ্বরিয়া রাইরা কখনোই নাচতে গিয়ে শুধু নিতম্ব আর স্তন দেখাননি। মাধুরী দীক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক শিল্পী, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি শিখেছেন… সাদা চামড়ার লোকদের মধ্যে গিয়ে প্রিয়াঙ্কা সব ভুলেছেন।’
এক নেটিজেন প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে লেখেন, ‘মার্কিনদের কাছে আজও প্রিয়াঙ্কা শুধু নিক জোনাসের স্ত্রী, নিজের পরিচিতি নেই। আমি আমেরিকায় থেকে একথা বলছি।’
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা তার আত্মজীবনী ‘আনফিনিশড’-এ বলিউড নিয়ে অনেক মন্তব্য করেছেন। কখনো বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য, আবার কখনো শরীরের গঠন নিয়ে কটাক্ষের শিকার হওয়ার বিষয়ে সোচ্চার হয়েছেন তিনি। সেসব ক্ষেত্রে নেটিজেনরা প্রিয়াঙ্কার পাশে থাকলেও এবার তার চরম ভক্তরাও চুপ!
আপাতত স্বামী-সন্তানকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে আছেন অভিনেত্রী। হলিউড প্রোজেক্ট ‘হেডস অব স্টেট’ নিয়ে কাটছে ব্যস্ত সময়। এ ছাড়া ফারহান আখতারের ‘জি লে জারা’ দিয়ে বলিউডে ফেরার কথা থাকলেও শিডিউল জটিলতায় ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
মন্তব্য করুন