তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৫০ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রিয়তমার ১০ কোটি সুড়ঙ্গর আড়াই

প্রিয়তমার ১০ কোটি সুড়ঙ্গর আড়াই

সিনেমার ব্যবসায়িক সাফল্যের মাপকাঠি হলো ‘বক্স অফিস’। একটি সিনেমার লাভ-লোকসানের ব্যাপারে জানা যায় সেখানে। তবে বাংলাদেশে বক্স অফিসের কার্যকারিতা নেই বললেই চলে। মাল্টিপ্লেক্স বাদে এখনো সিনেমা হলগুলোয় টিকিট বিক্রি হয় হাতে হাতে। ফলে কোন শোতে কত টিকিট বিক্রি হয়েছে, তা সুনির্দিষ্ট করে জানার সুযোগ নেই। তবে এবার প্রথমবারের মতো টিকিট বিক্রির আনুমানিক একটা আয়ের অঙ্ক প্রকাশ করেছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া দুই ছবির প্রযোজনা সংস্থা।

‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ বৃহস্পতিবার রাতে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি জানান, ঈদে সারা দেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমার ক্ষেত্রে মুক্তির প্রথম সাত দিনে টিকিট বিক্রি হয়েছে ১০ কোটি ৩০ লাখ টাকার। দর্শক চাহিদার কারণে ৩ হাজার ১৫০টিরও বেশি শো হয়েছে প্রেক্ষাগৃহে। তিনি লেখেন, ‘সিনেমার মানের ওপর নির্ভর করে যে সিনেমা হল কত টাকা প্রযোজকদের দেবেন। প্রিয়তমার ক্ষেত্রে বেশিরভাগ হল থেকে ঈদের আগেই আমরা একটা এককালীন বড় টাকা নিয়ে নিয়েছি, যাকে বলে টেবিল মানি। সেটা সব হলের রেকর্ড পরিমাণ ছিল। আর বাকি বড় যতগুলো হলের সঙ্গে আমরা রেভিনিউ শেয়ারে গিয়েছি তার মধ্যে ৯০ ভাগ সিনেমা হলের সঙ্গে আমাদের চুক্তি কাউন্টার সেলের ৫০/৫০। মানে কাউন্টারে যে টাকায় টিকিট বিক্রি হচ্ছে তার অর্ধেক আমাদের আর অর্ধেক হল মালিকদের। আবার ঢাকার কিছু হল কাউন্টার সেলের ৫০ ভাগের একটু কম। ঈদ ছাড়া বা সিনেমার হাইপ কম থাকলে এটা অন্য হিসাব হয়।’

এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাঁচটি বাংলা সিনেমা। এ পাঁচ সিনেমার মধ্যে প্রথম থেকেই আলোচিত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনাট্য করেছেন প্রয়াত ফারুক হোসেন।

অন্যদিকে, একই দিনে ঈদের আরেক আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’র সাত দিনের আয় জানিয়েছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, “মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে ‘সুড়ঙ্গ’ আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে ‘ঢাকা অ্যাটাক’, ‘আয়নাবাজি’, ‘দেবী’র রেকর্ড ভেঙেছিল আমার ‘পরাণ’ সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল ‘সুড়ঙ্গ’। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কৃতজ্ঞতা জানাই।”

‘সুড়ঙ্গ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি। গত শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে আফরান নিশো অভিনীত এ সিনেমা। ছবিটির পরিচালকের পাশাপাশি প্রযোজকও এ তথ্য জানিয়েছেন। ‘সুড়ঙ্গ’তে নিশো ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১০

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১১

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১২

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৩

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১৪

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১৫

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৬

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৭

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

বিপিএলের জন্য নতুন রূপে প্রস্তুত হচ্ছে রাজশাহী স্টেডিয়াম

২০
X