ধার্মিক মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন মিশা সওদাগর। দেশীয় ইন্ডাস্ট্রির শীর্ষ ভিলেনকে নিয়ে নানারকম গল্প রয়েছে। মিশাকে নিয়ে চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম তার বিনয়। মিষ্টিভাষী এই মানুষটি সর্বদাই বিনয়ের সঙ্গে সবার খোঁজখবর নিয়ে থাকেন। হঠাৎ করেই বিনয় বেড়েছে মিশার। সহশিল্পীদের খোঁজখবর নিচ্ছেন নিয়মিত। এ ছাড়া গণমাধ্যমের সামনেও বেফাঁস কোনো মন্তব্য করছেন না। অনেকটা সাবধানি তিনি। কেউ কেউ বলছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরেই সরব মিশা। সমিতিতে আগেও সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে যান এই অভিনেতা। তবে আগামী নির্বাচনে আর কোনো ভুল পদক্ষেপ নিতে চান না মিশা। তাইতো আগে থেকেই নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। এখন পর্যন্ত মিশার প্রতিদ্বন্দ্বী হিসেবে ড্যানি সিডাকের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে আরও একজন প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা সময়ের ব্যাপার।