ঈদ আনন্দে নাগরিক টিভি সপ্তাহব্যাপী দর্শকদের জন্য জমজমাট আয়োজন রেখেছে। টানা সাতদিন সিনেমা, নাটকে ভরপুর থাকবে শিডিউল। এর মধ্যে প্রচার হবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটি দেখানো হবে ঈদের দিন থেকে টানা সাত দিন। প্রতিদিন রাত ৯টায়।
এ সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার ঘিরে। যিনি সব সময় থেকে যান ধরাছোঁয়ার আড়ালে। একসময় গডফাদার স্বার্থসিদ্ধির জন্য নিজের লোকদের মধ্যে একজনকে দিয়ে আরেকজনকে কিলিং, অপহরণ থেকে শুরু করে যে কোনো ধরনের অপকর্ম করান। এভাবেই এগিয়ে যাবে গল্প।
শাহিন সুমনের পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আচঁল, ইমন, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, আনিসুর রহমান মিলন, সাইফ খান, ডন, শিবা শানুর মতো তারকারা।