অভিনেত্রী দীপা খন্দকার। দেশের বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে নিজেকে তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন। দুই যুগের বেশি সময়ে কাজ করছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়। বছরজুড়েই থাকে তার অভিনয় ব্যস্ততা। সেই ব্যস্ততা এখনো চলমান এই অভিনেত্রীর। সম্প্রতি দীপা এসেছিলেন কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলায়। সেখানে এসে নিজের অভিনয় জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।
শুরুতেই দীপা জানান, ‘এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে। কিছু খেলো কাজও হচ্ছে। কারণ একেক ধরনের দর্শকের জন্য একেক রকম কাজ হচ্ছে। তবে একটা সময় আমরা যখন বিটিভিতে নিয়মিত কাজ করতাম, তখন একটা শান্তি ছিল। সবাই খুব দক্ষতার সঙ্গে সময় নিয়ে নিজেদের কাজগুলো করতেন। সে সময়টি খুব মিস করি। সেই মানুষগুলোও মিস করি। যারা আমাদের ছেড়ে চলে গেছেন।’ এ সময় তিনি মিডিয়ার বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন।
মজার ছলে দীপা জানান, ‘মিডিয়া তো এখন ভাইদের। আমি কিছুদিন আগেই আমার পরিচিত একজন সিনিয়র অভিনেতাকে বলছিলাম এ কথা। কারণ এখন সব জায়গাতেই ভাই হয়ে গেছে। কোনো অনুষ্ঠানে গেলে দেখি, সবাই বলতে থাকে ভাই আসবে, ভাই এখানে বসবে। তাই সবকিছুই মনে হয় এখন ভাইদের।’
এবারের ঈদটি দীপার জন্য স্মরণীয় একটি ঈদ হয়েছে। কারণ বড় পর্দা, ছোট পর্দা ও ওটিটিতে মুক্তি পেয়েছে তার সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ।