কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের আমাদের দেশে বিনিয়োগ করা উচিত : পররাষ্ট্রমন্ত্রী

‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা  অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ বইটিতে বাংলাদেশের উন্নয়নের কথা উঠে এসেছে। বাংলাদেশের ৫২ বছরের উন্নয়নের কথা এক বইয়ে ধারণ করা সম্ভব নয়। এজন্য আরও বই লিখতে হবে।

ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা আড়াইটায় চতুরঙ্গ প্রকাশনীর আয়োজনে ‘বাংলাদেশ এগিয়ে চলেছে’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। ৫২ বছর পর বাংলাদেশের বাজেট ৬ লাখ ৬১ হাজার কোটি টাকা হয়েছে। ৮৪১ গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা পৃথিবীর মধ্যে ২৪তম জায়গা করে নিব। পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের আমাদের দেশে বিনিয়োগ করা উচিত। আমাদের সবচেয়ে বড় সম্পদ মানব সম্পদ। মানবসম্পদকে আমরা কাজে লাগাব।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু নিয়ে আমরা সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াব এই চিন্তা ছিল। এই বইয়ের লেখকরা আজকের বাংলাদেশের অর্জনগুলো তুলে ধরেছেন। আমাদের স্বপ্নের জায়গাগুলোতে যেতে কী করতে হবে অনেক নির্দেশনা এ বইতে রয়েছে।

স্বাগত বক্তব্য দেন পিকেএসএফের ড. কাজী খলীকুজ্জামান আহমদ এর মতে, প্রধানমন্ত্রীর পদক্ষেপগুলোর মধ্যে দেখি দরিদ্র অসহায় মানুষদের বাড়িঘর দেওয়া হচ্ছে। তাদের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রয়েছে। একটি কল্যাণ রাষ্ট্রের যে উপকরণ তা অনেকটাই রয়েছে, এটাতে আরও উন্নয়ন করতে হবে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান। এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ড. জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক এবং প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি।

দেশ এগিয়ে চলেছে বইটির সম্পাদনা করেছেন পিকেএসএফের ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বইতে ২০ জন লেখকের ২০টি প্রবন্ধ সংকলিত হয়েছে। লেখকরা হলেন ড. একে আব্দুল মোমেন এমপি, মোস্তাফা জব্বার, সৈয়দ আবুল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ড. জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ ফারুক, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম পি, ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, মো. আবুল কালাম আজাদ, ড. রাশিদ আসকারী, অধ্যাপক ড. বদরুল ইমাম, নাঈমুর রহমান দুর্জয়, এমপি, এ কে এম শহীদুল হক, শেখ ইউসুফ হারুন, আনোয়ার উল আলম চৌধুরী, কামাল চৌধুরী, মো. শহীদ উল্লা খন্দকার, ড. নুরুল কাদির, ড. মো. জসীম উদ্দিন, আব্দুস সামাদ ফারুক, অধ্যাপক ড. আব্দুল মান্নান প্রমুখ। ২৪০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে চতুরঙ্গ প্রকাশনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X