মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধন হতে যাচ্ছে শিল্পী জহিরুলের ৫ দিনব্যাপী একক শিল্প প্রদর্শনী

গ্রাফিক্স : সংগৃহীত
গ্রাফিক্স : সংগৃহীত

‘ব্যঞ্জনার প্রজ্বালন’ শিরোনামে উদ্বোধন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী।

একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই শিল্প প্রদর্শনী চলবে আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় (গ্যালারি-৭, ৪র্থ তলা, লিফট-৩) এই প্রদর্শনী চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এম ময়েজউদ্দীন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালক মোস্তফা জামান।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ব্যঞ্জনার প্রজ্বালন’ শিরোনামে প্রদর্শনীটি শিল্পীর দীর্ঘদিনের পরিশ্রম ও সাধনার ফসল। বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের মাধ্যম পাতিনা, কাঠ খোদাই এবং ট্যাপেস্ট্রির সূক্ষ্ম বুননে সমাজের নীরব আর্তনাদ ও অন্তর্নিহিত বেদনাগুলোকে প্রকাশের চেষ্টা করা হয়েছে, যা আমাদের সমাজের নারী ও শিশুদের নির্যাতনের গল্প বলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রদর্শনীতে দর্শনার্থীরা কারুশিল্পের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক ধারার এক অসাধারণ সংমিশ্রণ দেখতে পাবেন। এটি শুধু একক প্রদর্শনী নয়, বরং এক ধরনের শিল্প আন্দোলন, যা শিল্পের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানোর এক নীরব শক্তি বহন করে।

এই আয়োজনের বিষয়ে শিল্পী জহিরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের প্রতীক, যা স্বাধীনতা, আত্মমর্যাদা এবং অধিকার আদায়ের সংগ্রামের প্রতিচ্ছবি। ‘ব্যঞ্জনার প্রজ্বালন’ প্রদর্শনীও নির্যাতিত, নিপীড়িত ও শোষিত নারী-শিশুদের জীবনের বাস্তবতা তুলে ধরে, যা সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকারের বার্তা বহন করে। এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র রয়েছে, ‘অধিকার অর্জনের লড়াই’ ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার সংগ্রাম, আর শিল্পীর শিল্পকর্ম সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতিফলন।

জহিরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রথম ব্যাচের (৪২ তম আবর্তন) সাবেক শিক্ষার্থী। কৃতিত্বের সঙ্গে শিক্ষা জীবন শেষ করে শুরু হলো তার সম্ভাবনাময় শিল্প জীবন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরাস্তি-হাজীগঞ্জে বিএনপির ভরসা মমিনুল হক

৪৫ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বহালসহ ৮ দাবিতে আলটিমেটাম

বিএনপির মনোনয়ন বঞ্চিতদের ‘সুখবর’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির প্রার্থী ঘোষণা শিগগিরই, যেসব আসনে লড়তে পারেন শীর্ষ নেতারা

যে জেলার কোনো আসনেই প্রার্থী দেয়নি বিএনপি

সেই প্রিয়াঙ্কাতেই আস্থা বিএনপির

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাকের’ তুলি

কুমিল্লার ৯ আসনে যাদের পেল বিএনপি

সৌদিতে বসে সুখবর পেলেন বিএনপির যে নেতা

যেসব আসন ফাঁকা রেখেছে বিএনপি

১০

নতুন-পুরাতন মিলিয়ে রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

১১

চমক দিয়ে বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১২

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন ডা. জাহিদ

১৩

জোট-সঙ্গীদের জন্য যেসব আসন রাখল বিএনপি

১৪

কুড়িগ্রামের ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৫

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

১৬

খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী যারা

১৭

নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা

১৮

রংপুরের ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

১৯

ফেনীতে বিএনপি মনোনীত প্রার্থী হলেন যারা

২০
X