

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পার্কিং করা ট্রাক থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ট্রাকের ভিতরে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত ভারতীয় নাগরিক সনম তামাং (৩৪) কাঞ্জা তামাংয়ের ছেলে। নিহত সনম পেশায় ট্রাকচালক ছিলেন।
বুড়িমারী স্থলবন্দর সহকারী কমিশনার দেলওয়ার হোসেন বলেন, লাশ পাটগ্রাম থানায় বিজিবি ও থানার পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, নিহত ভারতীয় নাগরিকের লাশ ট্রাকের কেবিন থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেলা সদরে পাঠানো হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন