আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এছাড়া বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন হয়। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট নৃত্য পরিচালক ও শিল্পী বৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করে ভঙ্গিমা ড্যান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় ছিলেন সৈয়দা শায়লা লিমা।এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য সকল নৃত্য প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে এই বিশেষ অনুষ্ঠানে।
মন্তব্য করুন