সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে চলেছে স্কাইলাসের বিখ্যাত গ্রিক নাটক 'তর্পন বাহকেরা'। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ১৯, ২০ ও ২১ আগস্ট তিন দিনব্যাপী নাটকটি মঞ্চায়ন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ।

প্রতিদিন শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭ টা থেকে টিকিট কেটে সকল দর্শনার্থীরা এ নাটকটি উপভোগ করতে পারবেন। নাটকটির অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। এছাড়া পরিকল্পনা ও নিদের্শনায় থাকবেন জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ক্যাথরিন পিউরীফিকেশন।

এ বিষয়ে শিক্ষার্থী দিয়া চৌধুরী বলেন, আমি এই নাটকে কোরাসের একজন সদস্য হিসেবে থাকব। শিল্পকলায় প্রথমবারের মতো এ গ্রিক নাটকটি মঞ্চায়িত হতে যাচ্ছে। এটা শুধু আমাদের জন্য না, পুরো দেশের নাট্যাঙ্গনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। গ্রিক ট্র্যাজেডি হাজার বছরের পুরোনো হলেও তার গল্প, আবেগ এবং প্রশ্নগুলো আজও প্রাসঙ্গিক। এই নাটকের মাধ্যমে আমরা শুধু একটি বিদেশি সংস্কৃতি তুলে ধরছি না বরং সেই সংস্কৃতির ভেতর থেকে আমাদের নিজেদের বাস্তবতাকে আবিষ্কার করছি। একজন শিক্ষার্থী হিসেবে এমন একটি ঐতিহাসিক প্রযোজনার অংশ হতে পেরে আমি গর্বিত ও অনুপ্রাণিত। দর্শকদের বলব- আপনারা শুধু নাটক দেখতে আসবেন না, আমাদের এই যাত্রায় সঙ্গী হবেন।

নাটকে ইলেক্ট্রা চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী অথৈ দাস মেঘলা বলেন, আমি অত্যন্ত গর্বিত ও আবেগাপ্লুত। ইউরিপিদিস, সফোক্লিস কিংবা এস্কাইলাসের মতো নাট্যকারদের কালজয়ী নাটক আমরা এতোদিন বইয়ে পড়েছি। সেটি জীবন্তভাবে দর্শকের সামনে ফুটিয়ে তোলা এক ঐতিহাসিক মুহূর্ত। আশা করি এই নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে এবং গ্রিক ট্র্যাজেডির অনন্য সৌন্দর্য আপনাদের ভাবের পরিশুদ্ধি ঘটাবে।

ইজিসথাস চরিত্রে অভিনয় করা শিক্ষার্থী আলিশান প্রবাহ বলেন, প্রাচীন গ্রীক নাটকগুলো যৌথ মানবীয় অনুভূতি, নীতিনির্দেশ, দর্শন ও নাট্যশিল্পের এক বিরাট ঐতিহ্য। আর যদি হয় 'স্কাইলাসের তর্পন' এর মতো প্রাচীন বলিষ্ঠ নাটক, তবে তা বাংলার মঞ্চে আসা একটি সাহসোজ্জ্বল সাংস্কৃতিক পদক্ষেপ। এটি আমাদের আন্তর্জাতিক সম্পর্ক এবং নাট্য ঐতিহ্যকে একে অপরের সাথে সংযোগ করার দুর্দান্ত সুযোগ।উন্মুক্ত হৃদয় নিয়ে আসুন। শুধু বিনোদন নয়, এই মঞ্চায়ন মূলত জ্ঞান, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন।

জবি নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরীফিকেশন বলেন, নাটকটি পারিবারিক হত্যার একটি গল্প নিয়ে। যেখানে পিতা তার কন্যাকে বলি দিচ্ছে। স্ত্রী তার স্বামীকে বা পুত্র তার মাকে হত্যা করছে। এ হত্যাকান্ড পৃথিবীর নির্মমতার ইতিহাসকে নির্দেশ করে। যারা হত্যাকারী তারাও প্রকৃতির নিয়মে কর্মফল পাচ্ছে। বর্তমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এক দেশ আরেক দেশে যে হত্যাকান্ড ঘটাচ্ছে তা নাটকটির প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, গ্রিক এ নাটকটি অত্যন্ত চমৎকার। জবি নাট্যকলা বিভাগের প্রযোজনায় আমাদের দেশে প্রথমবারের মতো মঞ্চায়িত হতে চলেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিনদিন ব্যাপী এ নাটক চলবে। সবাইকে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

১০

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

১১

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

১২

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১৩

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১৪

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১৫

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৬

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৭

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

১৮

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

১৯

রিকশা চালালেও হৃদয়ে শিল্প লালন করেন জাহাঙ্গীর

২০
X