

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর আঘাতে যুক্তরাষ্ট্রজুড়ে বড় ধরনের ভ্রমণ বিপর্যয় দেখা দিয়েছে। ছুটির মৌসুমে ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। খবর আল জাজিরা।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া প্রায় ৬ হাজার ৯০০ ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝড় ‘ডেভিন’-এর কারণে মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত হচ্ছে। দেশজুড়ে ৪ কোটিরও বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতা বা আবহাওয়া পরামর্শের আওতায় রয়েছে।
নিউইয়র্ক সিটিতে রাতভর প্রায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হতে পারে। এ কারণে জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও বাতিলের বিষয়ে সতর্ক করেছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটের অর্ধেকের বেশি এই তিন বিমানবন্দরেই হয়েছে।
এয়ারলাইনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে জেটব্লু এয়ারওয়েজ। একদিনেই তারা ২২৫টি ফ্লাইট বাতিল করে। ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ২১২টি, আমেরিকান এয়ারলাইন্স ১৪৬টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স ৯৭টি ফ্লাইট।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস এলাকায় উদ্ধারকর্মীরা শতাধিক মানুষকে উদ্ধার করেছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব এ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কানাডা থেকে আসা তীব্র শৈত্যপ্রবাহ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে।
মন্তব্য করুন