অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে কিযী তাহনিন-এর পঞ্চম গল্পগ্রন্থ ‘ইতি হেকমালন্তি’। গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে।
ইতি হেকমালন্তি গ্রন্থে স্থান পেয়েছে ১০টি গল্প। এগুলো হচ্ছে- সুচিত্রা সেনের সঙ্গে, উটপাখি, গোলাপি মাছ, লাভলী চাচির প্রেমিকেরা, সুলতানপুরীর মনের কথা, সময় কেমন পাখি, মালাকর যেভাবে হারায়, ব্যাঙের বিয়ে, জাদুকরের জুতা, ইতি হেকমালন্তি।
কিযী তাহনিনের অন্যান্য গল্পগ্রন্থগুলো হচ্ছে- ইচ্ছের মানচিত্র (২০১৯), আছে এবং নাই (২০২০), বুধ গ্রহে চাঁদ উঠেছে (২০২১) ও দেড় নম্বরি (২০২২) - বই ৪টি প্রকাশিত হয় ‘পাঠক সমাবেশ’ থেকে। দেশের ও দেশের বাইরে তার লেখা গল্প অনূদিত হচ্ছে ইংরেজি ভাষায়। তিনি ‘বুধ গ্রহে চাঁদ উঠেছে’ গল্পগ্রন্থের জন্য ‘ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার ২০২১’-এ ভূষিত হন।
বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্যাভিলিয়ন ১৩তে। এটির প্রচ্ছদ করেছেন, মানব।
মন্তব্য করুন